লড়তে পারবেন তমলুকের কয়েকজন প্রার্থী! হাইকোর্টে জানাল কমিশন

লড়তে পারবেন তমলুকের কয়েকজন প্রার্থী! হাইকোর্টে জানাল কমিশন

কলকাতা: পুরসভা ভোটের আগে আদালতে স্বস্তি পেল ভারতীয় জনতা পার্টি শিবির। তমলুকের বিজেপির প্রার্থী সংক্রান্ত ইস্যুতে বড় স্বস্তি পেল তারা। ভোটে লড়তে পারবেন তমলুক পুরসভার তিন বিজেপি প্রার্থী। সম্প্রতি তমলুক পুরসভায় ৬১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে রাজ্য নির্বাচন কমিশন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই আদালতে আসেন তিন বিজেপি প্রার্থী জয়া দাস নায়েক, বিশ্বজিৎ কয়াল ও বিভা চক্রবর্তী। সেই ইস্যুতেই আজ তাদের বক্তব্য স্পষ্ট করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- শেষের পথে শীতের ঝোড়ো ইনিংস, বাংলার আকাশে ফের আশঙ্কার মেঘ, জানাচ্ছে হাওয়া অফিস

আজ শুনানিতে নির্বাচন কমিশন জানায় যে, মামলাকারি ৩ জন সহ মোট পাঁচ প্রার্থীর ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কমিশন এবং এই প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করতে পারবেন। যদিও বাকিদের ক্ষেত্রে কোনও নির্দেশ আদালত দেয়নি। রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ছিল, ২০১৫-তেও এই প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নিয়ম অনুসারে নির্বাচনের ৩০ দিনের মধ্যে আয়-ব্যয়ের হিসাব পেশ করতে হয়। এই প্রার্থীরা সেই কাজ করেননি বলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলে জানান হয়েছিল। আসলে পুরভোটের দিন ঘোষণার পরেই তমলুকের ৬১ জন প্রার্থীর নাম বাতিল করে নির্বাচন কমিশন। তাতেই হইচই শুরু হয়ে যায়। বিজ্ঞপ্তি জারি করে সেই প্রার্থীদের নাম জানায় কমিশন। তবে সঙ্গেই সঙ্গেই সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেন প্রার্থীরা। অবশেষে তারা পেলেন স্বস্তি।

বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল, যাদের নাম বাতিল করা হয়েছিল তাদের মধ্যে সিপিএম, কংগ্রেস, বিজেপি, একাধিক নির্দল প্রার্থীর নাম থাকলেও কোনও তৃণমূল প্রার্থী ছিল না। এতেই প্রমাণ হয় যে নির্বাচন কমিশন পক্ষপাততুষ্ট কাজ করছে। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিন বিজেপি প্রার্থী জয়া দাস নায়েক, বিশ্বজিৎ কয়াল এবং বিভা চক্রবর্তী। তাদের তিনজন তো বটেই, বাকি আরও ২ জনের জন্য সিদ্ধান্ত অবশেষে বদল করেছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *