ধর্ষণ করেছেন সুফিয়ান! নতুন মামলা সিবিআইয়ের, ফুঁসছে তৃণমূল

ধর্ষণ করেছেন সুফিয়ান! নতুন মামলা সিবিআইয়ের, ফুঁসছে তৃণমূল

কলকাতা: ভোট-পরবর্তী হিংসা মামলায় গতকালই স্বস্তি পেয়েছিলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান৷ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই স্বস্তি ২৪ ঘণ্টাও থাকতে দিল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এবার সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করল তারা! তবে তিনি একা নন, তাঁর সঙ্গে আরও ১৮ জনের বিরুদ্ধে একই মামলা করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে।

আরও পড়ুন- ‘শিলিগুড়িতে দিদিই থাক’, বলছে খোদ বিজেপি! ব্যাপারটা কী

বিধানসভা ভোটের ফল প্রকাশের পরের দিন ৩ মে নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়ায় শেখ সুফিয়ানের৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু মামলা দেশের শীর্ষ আদালত পর্যন্ত গড়ালে সেখানে আগাম জামিন পান তিনি। এবার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর বিরুদ্ধে নতুন মামলা করল সিবিআই। তবে সুফিয়ানের দাবি, তাঁকে ইচ্ছাকৃতভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই ঘটনার ব্যাপক নিন্দা করে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। সুফিয়ান জানিয়েছেন, গত বছর ভোটের পরের দিনের একটি সাজানো ঘটনায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গত ২ ফেব্রুয়ারি সিবিআই অফিসে ধর্ষণের মামলা করা হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। তাঁর বক্তব্য, জোর করে তাঁকে জেলে পাঠানোর ফন্দি করা হচ্ছে কিন্তু তাতে কোনও লাভ হবে না।

গত ৩ মে নন্দীগ্রাম-১ ব্লকের চিল্লগ্রামের বাসিন্দা তথা বিজেপি কর্মী দেবব্রত মাইতির উপর হামলার ঘটনা ঘটে৷ ভাঙচুর চালানো হয় তাঁর দলীয় সহকর্মীদের বাড়িতেও৷ ঘটনায় গুরুতর জখম হন দেবব্রত৷ পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আগেও ডেকে পাঠানো হয়েছিল শেখ সুফিয়ানকে৷ এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টের রক্ষাকবচ হারানোর পরই সিবিআই সুফিয়ানকে গ্রেফতার করতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছিল।গ্রেফতারি এড়াতে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান নন্দীগ্রামের তৃণমূল নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =