মিথ্যে বলছেন! নাম না করে চন্দ্রিমাকে তুলোধনা করল আইপ্যাক, কেন

মিথ্যে বলছেন! নাম না করে চন্দ্রিমাকে তুলোধনা করল আইপ্যাক, কেন

কলকাতা: সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তৃণমূল নেতৃত্বের একাংশ পোস্ট করছে ‘এক ব্যক্তি, এক পদ’ সমর্থনে। অভিষেক অনুগামীরা তো বটেই, পোস্ট করছেন তাঁর পরিবারের লোকেরাও। কিন্তু দল যে এই পোস্টের সমর্থন করছে না তা আজই স্পষ্ট করে দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এই পোস্টগুলি কোনওটাই দল অনুমোদিত নয় এবং যারা এসব পোস্ট করছেন তারা দলীয় স্বার্থে করছেন না। এই ইস্যু নিয়েই সরাসরি ‘আইপ্যাক’-এর দিকে আঙুল তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য! তাঁর দাবি, সম্ভবত তাদের তরফে থেকেই এই পেজ এবং পোস্ট তৈরি করা হয়েছে। তবে চন্দ্রিমা মিথ্যে বলছেন, এমন পাল্টা দাবি করেছে আইপ্যাক।

আরও পড়ুন- ‘বিদ্রোহী’ আবহ তৈরি দলে, তড়িঘড়ি বৈঠক ডাকলেন মমতা

ফিরহাদ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদ বলে যে ক্যাম্পেনটা চলছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তা অনুমোদন করে না। নেত্রীর মুখে যে কথা বসানো হচ্ছে বা যে ক্লিপ দেখানো হচ্ছে তারপরেও কিন্তু আরও চারটি লাইন বলেছিলেন আমাদের নেত্রী। চেয়ারপার্সন যা ঠিক করবেন, তিনি তা পরে পরিবর্তন করতে পারেন। চন্দ্রিমাও এই পোস্টের বিরোধিতা করে আইপ্যাকের দিকে আঙুল তুলেছেন। তবে আইপ্যাক-এর বক্তব্য, তারা তৃণমূলের কোনও ডিজিটাল মঞ্চ বা কোনও নেতার অ্যাকাউন্ট ব্যবহার করে না। যদি কেউ এমন দাবি করে থাকে তাহলে হয় তিনি কিছু জানেন না বা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন! তাদের পরামর্শ, তৃণমূলের এই বিষয়টি দেখা উচিত। উল্লেখ্য, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অ্যাকাউন্ট থেকে ‘এক ব্যক্তি, এক পদ’ সমর্থনে পোস্ট করা হয়েছিল। যদিও তাঁর দাবি, তিনি সেটা করেননি। পরে সেই পোস্ট মুছে যায়।

এদিকে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক৷ বৃহস্পতিবার পর্যন্ত আইপ্যাকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ৭৭টি অ্যাকাউন্ট ফলো করা হত৷ শুক্রবার দেখা যায় সেই সংখ্যাটা কমে ৭৬ হয়ে গিয়েছে৷ কোনটি বাদ দেওয়া হল? খোঁজ নিতেই জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল আনফলো করেছে আইপ্যাক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =