বিধানসভা অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল, ধনকড়ের টুইটে শোরগোল

বিধানসভা অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল, ধনকড়ের টুইটে শোরগোল

43c4f5e48895cf5e2c4c29c8416cda32

কলকাতা: রাজ্য বিধানসভা অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আজ থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত শনিবার সকালে টুইট করে এ কথা জানান তিনি৷   সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া ক্ষমতাবলেই এই সিদ্ধান্ত বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সব মিলিয়ে চরমে উত্তেজনা৷ 

গত ২৬ জানুয়ারি বিধানসভায়  বেনজির ভাবে অধ্যক্ষকে আক্রমণ করেছিলেন রাজ্যপাল। এর পরেই রাজ্যপালের বিরুদ্ধে কড়া অবস্থান নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এ দিন অধ্যক্ষ বলেন, ভবিষ্যতে কখনও রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে আগে কারণ জানতে চাইব। 

এদিকে রাজ্যের বাজেট অধিবেশন  টুইট করে  স্থগিত করে দিলেন রাজ্যপাল৷ যদিও এখন অধিবেশন চলছে না। বাজেট অধিবেশনের দিনক্ষণও চূড়ান্ত হয়নি। রাজ্যপাল অধিবেশন স্থগিত করলেও তাতে বিশেষ প্রভাব পড়বে না৷ রাজ্যের যুক্তি, এখন অধিবেশন চলছে না। আর তাছাড়া বিধানসভার অধ্যক্ষ ইচ্ছা করলে ফের অধিবেশন ডাকতে পারেন। উল্লেখ্য, সংসদীয় রীতি অনুযায়ী বাজেট অধিবেশন শুরু হতে পারে কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন নিয়ে।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, ‘‘রাজ্যপাল আজ বিধানসভা নিয়ে যে ঘোষণা করেছেন তা নিয়ে প্রাথমিক ভাবে বিভ্রান্তি ছড়িয়েছিল৷ আমি দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি৷ উনি জানিয়েছেন, এই বিষয়ে কোনও সংঘাত নেই৷ বিধানসভার শুরু বা শেষ নিয়ে কিছু আইনি পদ্ধতি আছে৷ সেখানে রাজ্যপালের একটা ভূমিকা আছে৷ আমাদের মন্ত্রীই রাজ্যপালকে সুপারিশ করেছিলেন৷ এবং সেই সুপারিশের ভিত্তিতেই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷’’ এর পরেই খোঁচা দিয়ে কুণাল বলেন, ‘‘সমস্যাটা হল রাজ্যপালের একটি সমস্যা রয়েছে৷ উনি সব কিছুই টুইট করে ফেলছেন৷ এটা প্রশাসনিক রীতিনীতির বিষয়৷ সরকারকে জানানোর বদলে উনি টুইট করে ফেলেছেন৷ রাজ্যপাল সবুজ মনের মানুষ৷ সাবধানে থাকবেন৷ গোপন প্রেমে পড়লেও টুইট করে ফেলবেন না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *