বাড়ি থেকে বেরতেই অগ্নিমিত্রার গাড়ি আটকাল পুলিশ, তুমুল বচসা বিধায়কের

বাড়ি থেকে বেরতেই অগ্নিমিত্রার গাড়ি আটকাল পুলিশ, তুমুল বচসা বিধায়কের

25ae70e475bbff62ae6912dd2ed08221

আসানসোল: আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আটকাল পুলিশ৷ তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷  অগ্নিমিত্রাকে নোটিস নির্বাচন কমিশনের৷ 

আরও পড়ুন- বিধানসভা অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল, ধনকড়ের টুইটে শোরগোল

শনিবার দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে নিজের ওয়ার্ডে ঘুরছিলেন অগ্নিমিত্রা পাল৷ সেই সময় পুলিশের একটি গাড়ি এসে বিজেপি বিধায়কের গাড়ি আটকায়৷ পুলিশ তাঁকে জানায়, ওয়ার্ডের মধ্যে তিনি ঘুরতে পারবেন না৷ এর পরেই বাধে বচসা৷ অগ্নিমিত্রা বলেন, ‘সব জায়গায় বহিরাগতরা ঢুকছে, বুথ রিগিং করছে, তাদের আটকাটে পারছে না৷ আমাকে আটকানো হচ্ছে৷’  

এদিন লরেটো কনভেন্ট স্কুলের সামনে অগ্নিমিত্রা পালের গাড়ি আটকায় পুলিশ৷  এর পরেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ফোন করেন৷ ভারপ্রাপ্ত এসইপি’র সঙ্গে তাঁর কথাও বলিয়ে দেন বিজেপি বিধায়ক৷  এর পরেই পুলিশ জানায়, তিনি যে ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ ৫২ নম্বর ওয়ার্ডের বাইরে যেতে পারবেন না৷ 

এই ঘটনায় বেজায় ক্ষিপ্ত অগ্নিমিত্রা বলেন, ‘‘তৃণমূল থেকে বাইরের ছেলেরা এসে সমস্ত বুথে রিগিং করেছে৷ সেগুলো পুলিশ আটকাতে পারছে না৷ আমার গাড়ি আটকানো হল৷ পুলিশের কাছে নির্দেশ রয়েছে, আমাকে যেন বেরতে দেওয়া না হয়৷ কারণ ওরা বিধানসভায় আমাকে দেখেছে৷ যেখানে অন্যায় হবে আমি চিৎকার করবই৷ পুলিশের কথা, আমি নিজের ওয়ার্ডেও ঘুরতে পারব না৷ বলেছে, আপনি শুধু ভোট দিয়ে বাড়ি চলে যাবেন৷’’ তিনি বলেন,  ‘‘এর পরেই আমি নির্বাচন কমিশনারকে ফোন করে বিষয়টা জানাই৷ উনি অফিসারকে বলেন, কেন ওঁকে ওয়ার্ডে ঘুরতে দেওয়া হচ্ছে না? ওয়ার্ডে ঘুরতে দেওয়ার নিয়ম রয়েছে৷’’  অগ্নিমিত্রার অভিযোগ, এরা কেউ নিয়ম জানে না৷ এরা শুধু জানে বিজেপি নেতৃত্বকে কী ভাবে আটকানো যায়, তাঁদের কী ভাবে পেটানো যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *