জামুড়িয়ায় গুলি চালিয়ে বুথ দখলের চেষ্টা, অভিযোগ অস্বীকার তৃণমূলের

জামুড়িয়ায় গুলি চালিয়ে বুথ দখলের চেষ্টা, অভিযোগ অস্বীকার তৃণমূলের

de0b80f1065d85c77d2ac1f02ec5dd52

জামুড়িয়া: চার পুরনিগমের ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনা রাজ্যজুড়ে৷ কোথাও ছাপ্পা ভোট, রিগিং তো কোথাও আবার ভুয়ো ভোটারের অভিযোগ উঠে এসেছে৷ সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে আসানসোলে৷ প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত আসানসোলের জামুড়িয়া৷  গুলি চালিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- বাড়ি থেকে বেরতেই অগ্নিমিত্রার গাড়ি আটকাল পুলিশ, তুমুল বচসা বিধায়কের

এদিন বুথ দখলে বাধা দেয় গ্রামবাসীরা৷ এর পরেই চলে গুলি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের শ্রীপুর হাইস্কুলের ১১২ ও ১১৪ নম্বর বুথের সামনে৷ সিপিএমের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা বুথ দখল করতে এলে বাধা দেয় গ্রামবাসীরা৷ তখনই গুলি চালাতে চালাতে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলের নেতৃত্বেই গোটা ঘটনাটি ঘটেছে বলে দাবি সিপিএমের৷ ওই ওয়ার্ডের বাম প্রার্থী দয়াময় বাউরির অভিযোগ, ওই বুথে তাঁদের দলীয় এজেন্টকে মারধর করে বার করে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা৷ যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে শাসক দল৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *