কলকাতা নয়, পুর নিগমের ফল প্রকাশের সময় উত্তরে থাকবেন মুখ্যমন্ত্রী

কলকাতা নয়, পুর নিগমের ফল প্রকাশের সময় উত্তরে থাকবেন মুখ্যমন্ত্রী

50f30101ca13daac9c66ee80fbd89162

শিলিগুড়ি: রাত পোহালেই চার পুর নিগমের নির্বাচন৷ ফলাফল নিয়ে চলছে জোর জল্পনা৷ এদিকে বহুদিন পর ভোটের ফলাফলের দিনে কলকাতার বাইরে থাকছেন মুখ্যমন্ত্রী৷ সব কিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরে চার পুর নিগমের ভোট-ফলাফল প্রকাশের সময় শিলিগুড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই, শৈত্যশহরে ভোটের ফল প্রকাশের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর আলোচনা।

বলা হচ্ছে এবারে মুখ্যমন্ত্রী শিলিগুড়িকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চান। কারণ, বছরের পর বছর শিলিগুড়ি অধরা তৃণমূলের কাছে৷ প্রচুর প্রকল্প এবং প্রচুর সুবিধা দেওয়া হলেও শিলিগুড়ি অধরাই তৃণমূলের কাছে। এবারে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের দখলে আসছে এরকম একটা আভাস পেয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি হয়ত একটা আলোচনা করতে চান তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

শিলিগুড়ি যদি তৃণমূল কংগ্রেস দখল করে তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও তৃণমূলের ফলাফল ভালো হবে বলে মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ মুখ্যমন্ত্রী আগামিকাল শিলিগুড়িতে আসছেন এই খবর পেয়েই আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের এক জরুরি বৈঠক ডেকেছেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনি জানান, আগামীকাল মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আসছেন৷ আর আমরা নিশ্চিত আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে এবারে একশ শতাংশ ভালো খবর দেব৷ শিলিগুড়িতে এবার তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করবে আর এর চাইতে ভালো ফল কি হতে পারে।

তৃণমূল নেতৃত্ব শিলিগুড়ি পুর নিগম দখলের আশা দেখলেও রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, এবারের ভোটের ফলাফল ‘অন্য রকম’ হতে পারে৷ এককভাবে কেউই সংখ্যা গরিষ্ঠতা নাও অর্জন করতে পারে৷ সেক্ষেত্রে কি হবে, তা নিয়েও জল্পনার পারদে ফুটছে শৈথ শহর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *