pm modi
এথেন্স: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন শেষে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছলেন নরেন্দ্র মোদী৷ ৪০ বছর পরে গ্রিসের মাটিতে পা রাখলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর এই সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছতেই তাঁকে স্বাগত জানায় সেখানে উপস্থিত গ্রিসের ভারতীয় সম্প্রদায়ের একাংশ৷ হোটেল গ্রেনেড ব্রেটাগনে-তে আসা ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথাও বলেন নমো৷ তাঁকে ঘিরে দেখা যায় প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস৷ ভিড়ের মধ্যে সামিল হয়েছিল শিশুরাও। সকলের সঙ্গেই হাসিমুখে কথা বলেন প্রধানমন্ত্রী। এর পর দেখা যায় তাঁর সঙ্গে করমর্দন করতে বহু মানুষ একসঙ্গে হাত বাড়িয়ে দেন।
উল্লেখ্য এর আগে ১৯৮৩ সালে গ্রিস সফরে গিয়েছিলেন দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ৪০ বছর পরএই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধানের গ্রিসে পা রাখলেন৷ বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন মোদী৷ পাশাপাশি সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও মজবুত করাও হবে এই সফরে লক্ষ্য। জাহাজনির্মাণ শিল্প নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কোনও মউ স্বাক্ষর হতে পারে বলেও জানা যাচ্ছে।
এদিকে, এথেন্সে বসবাসকারী এক ভারতীয় সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘ভারতীয় সম্প্রদায় এখানে মোদীকে স্বাগত জানাতে এসেছে। তাঁর সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য ও শরণার্থীর মতো ইস্যু নিয়ে কথা হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।”