কলকাতা: চার পুরসভার ফল বেরিয়ে গিয়েছে এবং তাতে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। একেবারে ৪-০-তে বিরোধীদের হারিয়েছে তারা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলছেন এই জয় মানুষের, বিজেপি দাবি করছে, সন্ত্রাস হয়েছে এবং ভোট লুঠ করেই জিতেছে তৃণমূল। বিজেপি এমন দাবি করলেও দলীয় নেতৃত্বকে একহাত নিতে ছাড়লেন না দলেরই বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার। একহাত নিলেন নেতৃত্বের একাংশকে।
আরও পড়ুন- সবুজ ঝড়েও ব্যতিক্রমী জিতেন্দ্রর স্ত্রী, জিতলেন ভোটে
এদিন জয়প্রকাশ বলেন, সন্ত্রাসের কথা বলে পার পাওয়া যাবে, কিন্তু এই পরাজয়ের দায়ে স্বীকার করে কে পদত্যাগ করবেন? সন্ত্রাসকে কী ভাবে হারানো যাবে তার কোনও দিশা নেই। এই প্রেক্ষিতেই তিনি নাম না করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও কটাক্ষ করেছেন। তাঁকে ‘অসহায় মজুমদার’ বলেছেন তিনি। এছাড়াও নিশানা করেছেন অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তীকে। তাদের যথাক্রমে তিনি ‘টুইটার মালব্য’, ‘ভার্চুয়াল চক্রবর্তী’ বলেছেন। এদিকে আবার ভোটের ফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোটের ফল যে এই হবে তা আগে থেকে প্রত্যাশিত ছিল। কোনও জায়গায় ভোট করতেই দেয়নি তৃণমূল কংগ্রেস। গুন্ডা ও পুলিশ দিয়ে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া হয়েছে। তাই এই ভোটের ফলাফলই কাম্য। বুথে বুথে ভোট লুঠ হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি আরও জানিয়েছেন, আগেই বিজেপি ভোট বাতিলের দাবি তুলেছিল এই কারণেই। এখন আদালতে যাচ্ছেন তারা।
দিলীপের সুরেই কার্যত এই ভোটের ফলের নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, ভোটের নামে প্রহসন হয়েছে। রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের পারস্পরিক বোঝাপড়ায় এই ফল হয়েছে আজকে। নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের মতো কাজ করেছে বলেও চরম কটাক্ষ করেন তিনি। সুকান্ত আরও দাবি করেছেন, পুরভোটে আসল জনমত প্রকাশিত হয়নি।