ভারতীয় সাংবাদিকের মৃত্যুতে তালিবানরা ‘দুঃখিত’, ঘটনায় যোগাযোগ নেই বলে দাবি

ভারতীয় সাংবাদিকের মৃত্যুতে তালিবানরা ‘দুঃখিত’, ঘটনায় যোগাযোগ নেই বলে দাবি

নয়াদিল্লি:  কান্দাহারে পোস্টিং ছিল ভারতের পুলিৎজার প্রাপ্ত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর। সেখানকার অশান্ত পরিবেশের ছবি তুলতে গিয়েছিলেন তিনি। কাজ করছিলেন আফগান সেনা বাহিনীর সঙ্গে। সেখানেই তালিবানি হামলার মুখে পড়ে নিহত হন বিখ্যাত এই চিত্র সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন দানিশ। যদিও এখন তালিবান দাবি করছে যে, এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগ নেই। তবে ভারতীয় সাংবাদিকের মৃত্যুতে তারা দুঃখিত। 

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তালিবানের তরফে জানান হয়েছে,  কোন পক্ষের গুলিতে দানিশ মারা গিয়েছেন তা তারা জানে না। তবে ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে তারা দুঃখিত। যদিও তাদের বক্তব্য, ওয়ার-জোনে ঢোকা যে কোনও সাংবাদিকের কথা তাদের জানান উচিত। তারা তাঁদের খেয়াল রাখতে পারেন তাহলে। কিন্তু এটা দুঃখের বিষয় যে সাংবাদিকরা তাদের না জানিয়েই যুদ্ধক্ষেত্রে ঢুকছেন। উল্লেখ্য, জানা গিয়েছিল যে তালিবানদের সঙ্গে আফগান সেনাবাহিনীর ক্রমাগত সংঘর্ষে পরশু রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ সিদ্দিকী। তিনি আফগান সেনা শিবির ছিলেন এবং সেখানেই তার চিকিৎসা চলছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল সকালে ফের তালিবানি হামলার মুখে পড়ে আফগান সেনারা। হামলা হয় ওই ক্যাম্পে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় এই চিত্র সাংবাদিকের। 

আরও পড়ুন: আগামী ১২০-২৫ দিন ভীষণ গুরুত্বপূর্ণ! ‘তৃতীয় ঢেউ’ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের

মুম্বইয়ের বাসিন্দা দানিশ জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন। টিভি সংবাদ মাধ্যম থেকে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী ক্ষেত্রে ফটোজার্নালিস্ট হিসেবেই বিখ্যাত হন তিনি। নিজের কাজের ক্ষেত্রে কোন দিন কোনরকম আপস করেননি দানিশ। অবশেষে সেই কাজের কারণেই অসময়ে চলে যেতে হলে তাকে। মাত্র ৪০ বছর বয়সে জীবনের মায়া ত্যাগ করলেন তিনি। ২০১০ সালে রয়টার্সে ইন্টার্ন হিসেবে ঢোকেন দানিশ সিদ্দিকী। পরে ইরাকের যুদ্ধের ছবি তুলতে যান; নেপালের ভূমিকম্পের ছবির পাশাপাশি হংকং প্রোটেস্ট, ২০২০-র দিল্লির দাঙ্গার ছবিও তোলেন। ইনিই ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + sixteen =