বাংলা ভাষার অধিকার চেয়ে হাই কোর্টে বাংলাপক্ষ, দায়ের জনস্বার্থ মামলা

বাংলা ভাষার অধিকার চেয়ে হাই কোর্টে বাংলাপক্ষ, দায়ের জনস্বার্থ মামলা

কলকাতা: বাংলার ব্যাঙ্কে ব্রাত্য বাংলা ভাষা৷ বাংলা ভাষার অধিকার চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা৷ আদালতের দ্বারস্থ বাংলা পক্ষ৷ বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে ব্যাঙ্ক পরিষেবায় বদল চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে বাংলা পক্ষ। তাদের দাবি, হিন্দি-ইংরেজির পাশাপাশি রাজ্যের সমস্ত ব্যাঙ্কগুলিতে রাখতে হবে বাংলা ভাষা। বাংলার মানুষকে বাংলায় পরিষেবা দিতে হবে৷ 

আরও পড়ুন- নির্বাচনী উত্তাপ ঘিরে ফেলেছে বরাহনগরকে, প্রার্থীদের মৌখিক টক্কর অব্যাহত

বাংলাপক্ষের অভিযোগ, রাজ্যের ৮৬ শতাংশ মানুষ বাঙালি ও বাংলাভাষী৷ অথচ ব্যাঙ্কের এটিএম থেকে ব্যাঙ্ক পরিষেবা, প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করা হয় হিন্দি অথবা ইংরেজিতে৷ সেখানে বাংলা ভাষার ব্যবহার শুরু করতে হবে। মামলাকারী পক্ষ আরও বলেন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী সমস্ত ব্যাঙ্ককে সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষায় পরিষেবা দিতে হবে। তবে পশ্চিমবঙ্গে তার অন্যথা হচ্ছে কেন? এই প্রশ্ন তুলেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷  কলকাতা হাই কোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা।