ক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা! ৪৮ ঘণ্টার ডেডলাইন তৃণমূলের

ক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা! ৪৮ ঘণ্টার ডেডলাইন তৃণমূলের

7b4f343893482e2cf32852bac5751fb6

কলকাতা: দলের শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ অমান্যকারী নির্দল প্রার্থীদের প্রার্থী পদ থেকে সরতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কড়া বার্তা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সকলকে প্রার্থী পদ থেকে সরতে হবে এবং দলীয় প্রার্থীদের হয়ে ভোটের ময়দানে প্রচারে নামতে হবে। পাশাপাশি এও জানান হয়েছে, এই নির্দেশ অমান্য করলে দল বিরোধী কাজের অভিযোগে তাদের বহিষ্কার করা হবে।

আরও পড়ুন- নির্বাচনী উত্তাপ ঘিরে ফেলেছে বরাহনগরকে, প্রার্থীদের মৌখিক টক্কর অব্যাহত

আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভায় নির্বাচন রয়েছে। তার আগে দেখা গিয়েছে অনেক জায়গায় তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ দেখিয়ে অনেকে নির্দল প্রার্থী হিসেবে ভোট ময়দানে নেমেছেন। এমনকি দলীয় নির্দেশ এলেও মনোনয়ন তুলে নেননি তারা কেউ। এখন মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিয়ে গিয়েছে, কেউই প্রার্থী পদ প্রত্যাহার করেনি। এই অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের সকলকে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে তারা যদি প্রার্থী পদ প্রত্যাহার না করে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে না নামে তাহলে তাদের বহিষ্কার করা হতে পারে। জানা গিয়েছে, ইতিমধ্যে জেলায় জেলায় এই নির্দেশ পৌঁছে গিয়েছে। এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, দল থেকে তাদের একবার বহিষ্কার করে দেওয়া হলে তাদের আর কোনও দিন দলে নেওয়া হবে না।

সাম্প্রতিক সময়ে তৃণমূল অন্দরের বিষয় নিয়ে ব্যাপক টানাপোড়েন চলেছে। ব্যাপারটা সরাসরি মমতা বনাম অভিষেক হয়ে গিয়েছিল। সেই আবহে বৈঠক করে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, দলীয় শৃঙ্খলার সঙ্গে তিনি আপোস করবেন না। তারপরেই এই ধরণের নির্দেশ এল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। উল্লেখ্য, আগামী ২৭ তারিখ যে ১০৮ পুরসভার নির্বাচন হতে চলেছে তার গণনা হবে আগামী ২ মার্চ। বজবজ, সাইথিয়া, দিনহাটা এবং সিউড়ি পুরসভা তৃণমূলের দখলে চলে গিয়েছে ইতিমধ্যে। ভোট শুরু আগেই ৪ পুরসভা জিতে নিয়েছে বাংলার শাসক শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *