আমেরিকা: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এলিট ফোর্সে এই প্রথম একজন মহিলা যুক্ত হলেন৷ দেশটির নৌবাহিনীতে যুক্ত হতে হলে স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাট্যান্ট–ক্রাফট ক্রুমেন নামের বিশেষ একটি প্রশিক্ষণে অংশ নিতে হয়৷ সেটাই শেষ করলেন এক মহিলা৷ এর ফলে এই প্রথম কোনও মহিলা এই প্রশিক্ষণ সমাপ্ত করায় সেদেশের নৌবাহিনীতে নারীদের প্রবেশ শুরু হল৷
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে নেভি সিল বা এলিট ফোর্সে মহিলাদের সামিল হওয়ার খবরটি জানানো হয়েছে। তবে পেন্টাগনের প্রতিরক্ষা দফতরের নিয়ম মেনে ওই মহিলা নৌ সেনার নাম–পরিচয় জানানো হয়নি৷ ৩৭ সপ্তাহের গেরিলা প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সমাপ্ত করায় ওই মহিলা সেনা এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোপনীয় ও আরও ঝুঁকিপূর্ণ অভিযানগুলোয় অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে৷ ২০১৫ সালে মার্কিন সামরিক বাহিনী গোপনীয় ও বেশি ঝুঁকিপূর্ণ অভিযানে মহিলাদের যোগ দেওয়ার অনুমতি দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এসডব্লিউসিসি প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করা প্রার্থীদের মধ্যে মাত্র ৩৫ শতাংশ সেনা কঠিন ও শ্রমসাধ্য এই প্রশিক্ষণ সমাপ্ত করতে সমর্থ হয়েছেন৷ বৃহস্পতিবার ১৭ জন নৌ সেনা সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ করেছেন। তাঁদের মধ্যেই রয়েছেন একজন নারীও৷ কঠিন প্রশিক্ষণের জন্য নারী–পুরুষ নির্বিশেষে সমস্ত সেনাকে শারীরিক ও মানসিক সক্ষমতার পরিচয় দিতে হয়েছে। কঠোর সামরিক প্রশিক্ষণ করতে হয়েছে তাঁদের। প্রশিক্ষণে তাঁদের কঠিন পরিস্থিতিতে ২৩ ঘণ্টা দৌড়তে হয়েছে। ৫ মাইল তথা প্রায় ৮ কিলোমিটার জলপথ সাঁতার কেটে পাড়ি দিতে হয়েছে তাঁদের৷ মার্কিন নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এইচডব্লিউ হওয়ার্ড বলেন, ‘নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার প্রশিক্ষণ এই প্রথমবার কোনও মহিলা সেনা পার করার বিষয়টি অসাধারণ কৃতিত্বের পরিচয়। এজন্য আমরা ভীষণ গর্বিত।’
জানা গিয়েছে, এলিট ফোর্সে অংশ নিতে ১৮ জন মহিলা নৌ সেনা আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে এবারই প্রথম এক মহিলা প্রশিক্ষণ শেষ করতে সক্ষম হলেন। তাঁদের মধ্যে ১৪ জন ইতিমধ্যে প্রশিক্ষণ থেকে বাদ পড়েছেন।