মমতা ‘দুর্গা’, আর মোদী ‘মহিষাসুর’, পুরভোটে তৃণমূলের পোস্টারে বিতর্ক তুঙ্গে

মমতা ‘দুর্গা’, আর মোদী ‘মহিষাসুর’, পুরভোটে তৃণমূলের পোস্টারে বিতর্ক তুঙ্গে

75d750e3cb42c1ffb8cc48505bfd3205

ঘাটাল: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট৷ কোভিড পরিস্থিতিতে বড় মিছিল বা জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও খামতি নেই প্রচারে৷ পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে পুর এলাকাগুলি৷ এরই মধ্যে মেদিনীপুরে শাসকদলের একটি পোস্টার ঘিরে তুমুল বিতর্ক৷ ওই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ধরা দিয়েছেন দুর্গার বেশে৷  আর নরেন্দ্র মোদী সেখানে মহিষাসুর৷ শাসকদলের মহিষাসুর বধের এই পোস্টার ঘিরে তুমুল বিতর্ক৷ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি৷ তাঁদের অভিযোগ, সনাতন হিন্দু ধর্ম আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছে তৃণমূল কংগ্রেস৷ যদিও তৃণমূল প্রার্থীর দাবি, তাঁর অজান্তেই এই পোস্টার পরেছে৷ 

আরও পড়ুন- মর্মান্তিক! প্ল্যান্টে গ্যাস লিক, মৃত্যু একাধিক শ্রমিকের

মেদিনীপুরের ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহার সমর্থনে এলাকাজুড়ে পোস্টার পড়েছে৷  পোস্টারে পোস্টারেই চলছে প্রচার৷ আর তৃণণূলের সেই পোস্টার ঘিরেই সরগরম মেদিনীপুর৷  পোস্টারে দুর্গারূপী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ হাতে রয়েছে দশটি সামাজিক প্রকল্প৷ কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ সবরকম প্রকল্প মুখ্যমন্ত্রীর দশ হাতে জায়গা পেয়েছে৷ আর তাঁর ত্রিশূল বিঁধেছে মোদীর বুকে৷ শুধু তাই নয়, বিরোধীদের দেখানো হয়েছে ছাগল হিসাবে৷ এই ছবির মধ্যে দিয়েই স্থানীয় মানুষের কাছে জানানো হয়েছে ভোটে জেতানোর আর্জি৷ 

স্থানীয় বিজেপি প্রার্থী বিপুল আচার্যের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই ধরনের পোস্টার দিয়ে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপমানই করেনি, তাঁরা সনাতন ধর্মেরও অপমান করছে। এই বিষয়ে তাঁরা কমিশনে নালিশ জানিয়েছে৷ তবে অনিমা সাহার দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না৷ জানলে এমন পোস্টার লাগাতে দিতেন না৷