লন্ডন: ২০১৯ সালের শেষ থেকেই সারা বিশ্বে ত্রাস ছড়িয়ে রেখেছে করোনা ভাইরাস। এখন ভ্যাকসিন বেরিয়ে ফেলেও তার দাপট খুব একটা কমেনি, এখনও বিশ্ব তথা দেশের অনেক জায়গাতেই কড়া করোনা বিধি মানতে হচ্ছে। তবে দ্রুত ভ্যাকসিনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সংক্রমণ রোধে। তবে এই আতঙ্কের মাঝেই এবার নতুন আতঙ্ক নোরো ভাইরাস! যার কারণে ক্রমাগত বাড়ছে সংক্রমণ।
পাবলিক হেলথ ইংল্যান্ড-এর রিপোর্টে দাবি করা হয়েছে, মে মাসের শেষের দিক থেকে ঊর্ধ্বমুখী হয়েছে নোরো ভাইরাস সংক্রমণ এবং ইতিমধ্যেই ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। অন্যান্য বছরের তুলনায় নোরো ভাইরাসের সংক্রমণ বেড়েছে তিনগুণ। সবথেকে আতঙ্কের ব্যাপার, শিশুদের মধ্যেই এর সংক্রমণ সবচেয়ে বেশি হয়। এই নোরো ভাইরাসের কারণে পেটের রোগ হতে পারে মারাত্মক ভাবে। এই রোগের মূল লক্ষণগুলি হল, বমি, পেট ব্যথা, জ্বর, ডায়রিয়া। এই ভাইরাস অত্যাধিক মাত্রায় সংক্রমণ ঘটাতে সক্ষম। সংক্রমিত ব্যক্তি কোটি ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। তার ছড়ানো ভাইরাসের সামান্য অংশ অন্য কারোর দেহে গেলে সংক্রমিত হতে পারেন যে কেউ। এমনকি, বমি থেকে ছড়াতে পারে সংক্রমণ। একই সঙ্গে জল, খাবার এবং হাত, মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে এই ভাইরাস।
আরও পড়ুন: আগামী ১২০-২৫ দিন ভীষণ গুরুত্বপূর্ণ! ‘তৃতীয় ঢেউ’ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের
এই ভাইরাস নিয়ে চিন্তার আরও কারণ হল যে, এই ভাইরাস সংঘটিত রোগের কোনও চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। তাই সকলকে নিজেদের মত করে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত বমির ফলে শরীরের অধিকাংশ জল বেরিয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। তাই বেশি করে জল এবং তরল পদার্থ খেতে বলছে চিকিৎসক মহল। বমি হলে, বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ছে বলে মনে হলে, মল পরীক্ষা করাতে হবে রোগীকে। তাতেই শরীরে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যাবে বলে ধারণা।