আনিসের মৃত্যুর পর পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল ওঁর বাবার? অডিয়ো ঘিরে চাঞ্চল্য

আনিসের মৃত্যুর পর পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল ওঁর বাবার? অডিয়ো ঘিরে চাঞ্চল্য

31909773f86cef279ff08d56ae4a3b3e

কলকাতা: আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড়া গোটা বাংলা। মধ্যরাতে তিনতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয় আনিসকে৷ অভিযোগ, পুলিশের পোশাকে ঢুকেছিল অপরাধীরা৷ এখন প্রশ্ন হল, সত্যিই কি শুক্রবার রাতে পুলিশ গিয়েছিল ছাত্রনেতার বাড়িতে? গোটা বাংলা যখন এই প্রশ্নের উত্তর খুঁজছে তখন প্রকাশ্যে এল আনিসের মৃত্যুর সময় তাঁর বাবা ও পুলিশের মধ্যে কথোপকথনের চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ। যেখানে পুলিশকে স্পষ্ট বলতে শোনা যায়,  তাঁদের তরফে কেউ আনিসের বাড়িতে যাননি। যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ বিকেল.কম৷ 

আরও পড়ুন- আনিস হত্যা মামলায় নিরপক্ষে তদন্তের নির্দেশ, ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত

ঘটনাটি শুক্রবার রাতের। ওইদিন গভীর রাতে আনিস খানের বাড়িতে পুলিশ পরিচয়ে ঢোকেন তিনজন। একজনের পরনে ছিল খাকি উর্দি। আনিসের পরিবার জানায়, তাঁরা নিজেদের আমতা থানার পুলিশ বলেই পরিচয় দেয়। এদিকে পুলিশের দাবি  শুক্রবার রাতে পুলিশের কোনও টিম ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যায়নি। ফলে এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পুলিশের সঙ্গে আনিসের বাবার কথোপকথনের একটি অডিয়ো। কী কথা হয়েছিল তাঁদের মধ্যে? 

ওই অডিও ক্লিপ অনুযায়ী আমতা থানায় ফোন করে বাড়িতে পুলিশি হানার কথা জানান আনিসের বাবা সালেম খান। তিনি বলেন, বাড়িতে পুলিশ ঢুকে তাঁর ছেলেকে মেরেছে। ছেলের মৃত্যু হয়েছে। ফোনের ওপ্রান্ত থেকে বলা হয়, পুলিশের তরফে কোনও টিম তাঁদের বাড়িতে যায়নি৷ বারবার জিজ্ঞেস করা হয় আনিসকে তাঁরা হাসপাতালে নিয়ে যাচ্ছে কিনা। কিন্তু সালেম খান পুলিশকে তাঁদের বাড়িতে আসতে বলেন। ফোনের ওপ্রান্ত থেকে বলা হয়, পুলিশ যাবে। অথচ এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ আসেনি। এরপর ফের থানায় ফোন করেন সালেম খান৷ দ্বিতীয় অডিও ক্লিপ অনুযায়ী, পুলিশ ফোনেই আনিসের বাবাকে জানায় তাঁদের তরফে কেউ সেখানে যাননি। 

এদিন বিকেলে আনিস মৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় বলেন, তদন্ত চলছে৷ পুলিশ গিয়েছিল কিনা, সে সম্পর্কে এখনই কিছু জানানো সম্ভব নয়। তদন্ত চলছে৷