কুয়াশায় ঢাকা মহানগরী, ব্যাহত উড়ান, এ কি শীত ফেরার ইঙ্গিত?

কুয়াশায় ঢাকা মহানগরী, ব্যাহত উড়ান, এ কি শীত ফেরার ইঙ্গিত?

91b8a2fa79b2aac2cd785267ea52acaa

কলকাতা: রবিবার রাতে কিছুটা নেমেছিল পারদ৷ আর সকাল হতেই কুয়াশায় ঢাকল মহানগরীর মুখ৷ দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যায়। যার জেরে বিমান চলাচলে সমস্যা তৈরি হয়। বিমানবন্দর সূত্রে খবর, দৃশ্যমানতা কম থাকায় বেশ কিছু বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- আনিসের মৃত্যুর পর পুলিশের সঙ্গে কী কথা হয়েছিল ওঁর বাবার? অডিয়ো ঘিরে চাঞ্চল্য

রাতের তাপমাত্রার পতন আর ভোরে কুয়াশা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি ফের ফিরবে শীত? তবে আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাপমাত্রা ওঠানামা করলেও শীতের ফেরার আর কোনও সম্ভাবনা নেই৷ সোমবার ভোরে শহরের আকাশ দেখে মনে হচ্ছিল শীতকাল৷ আকাশ ছিল পুরো কুশায়ায় ঢাকা৷ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যায়। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েন গাড়ি চালকরাও। লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করে৷ ভোরের দিকে বেশ কয়েকটি বিমান সময় মতো রওনা হতেও পারেনি৷ আগামী কয়েকদিন এই সমস্যা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তামমাত্রা থাকতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, বসন্তকালের বৈশিষ্ট মতো এখন হালকা শীত অনুভূত হবে৷ তবে নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনাই নেই। উল্লেখ্য, এরই মধ্যে রবিবার বৃষ্টির পূর্বাভাস ছিল৷ তবে রাজ্যের কোথাও সে ভাবে বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত আকাশ  পরিষ্কার থাকবে। রাজ্যের অন্যান্য জেলাতেও প্রায় একই ছবি দেখা যাবে৷