কলকাতা: পুরভোটের প্রচারে বেরিয়ে বিস্ফোরক অর্জুন সিং৷ হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন উত্তর ২৪ পরগনার বারাকপুরের বিজেপি সাংসদ।তাঁর হুঁশিয়ারি, ভোটে কারচুপি হলে ইভিএম ভেঙে গুঁড়িয়ে দেব। অর্জুন মন্তব্যে শুরু হয়েছে জোর শোরগোল। পালটা বিঁধলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ৷
আরও পড়ুন- বিধানসভায় সাধন পাণ্ডেকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, নিমতলা শ্মশানে হবে শেষকৃত্য
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট৷ তার আগে চলছে জোর প্রচার৷ ভোটের আগে শেষ রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে গারুলিয়ায় প্রচারে যান অর্জুন সিং। প্রচারের সময় কার্যত হুমকি দেন অর্জুন। তিনি বলেন, “বুথ দখল করলে, মেশিন ভাঙব আমরা। ইভিএম ভাঙব। ইতিহাস করে দেব। সারা ভারতে ইতিহাস হবে। যে প্রিসাইডিং অফিসার ভুয়ো ভোট দেওয়াবে তাঁর চাকরি যাবে।”
অর্জুনের মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় তরজা। তবে অর্জুনকে পাল্টা বিঁধতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ তিনি বলেন, “মানসিক অবসাদ থেকে উনি এসব কথা বলছেন। বারবার মন্ত্রিসভায় বদল হচ্ছে৷ অথচ বাহুবলীরা কোনও পদ পাচ্ছেন না। সুকান্ত মজুমদার নতুন ছেলে হয়ে পদ পেয়ে গেল৷ অথচ অর্জুন পাচ্ছেন না। যাঁরা হিন্দি ছবির ডায়লগ দিচ্ছেন তাঁরা কোনও নম্বরই পাচ্ছেন না। এঁরা যত মুখে হালুম হালুম বলুন না কেন আসলে সেগুলি ম্যাঁও।”
আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটে ব্যাপক অশান্তির আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা। নিরাপত্তার আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন বিজেপি প্রার্থী। আগামী ২ মার্চ ভোটের ফলপ্রকাশ। প্রচারের শেষ লগ্নে দুই দলের জোড় তরজা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>