ছাত্রনেতার রহস্য মৃত্যর তদন্তে SIT গঠনের নির্দেশ, নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রনেতার রহস্য মৃত্যর তদন্তে SIT গঠনের নির্দেশ, নিরপেক্ষ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

6025a1178f78d01b0cf4a2fa26d78d0a

কলকাতা: আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য৷ দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় চলছে বিক্ষোভ-সমাবেশ৷ প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে৷ এই অবস্থয় সোমবার নবান্নের বৈঠকে আনিস-কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ‘আইপ্যাকের জন্যই এত নির্দল, ছেলেটাকে পেলে পালিশ করে দিতাম’, তুলোধনা কল্যাণের

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকার এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে৷ এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে৷ ডিজি’র সঙ্গে কথা হয়েছে৷ তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্টের ব্যবস্থা করেছে৷ এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়৷’’ তিনি আরও বলেন, ‘‘অনেকেই জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন৷ অনেক হেল্পও করেছিলেন৷ ও আমাদের ফেভারিট ছেলে৷ ফলে এসব কথা ঠিক নয়৷ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিট তৈরি করা হচ্ছে৷ মুখ্য সচিব ও ডিজি’র অধীনে এই সিট গঠন করা হবে৷ সিআইডি এবং সিট মিলে ঘটনার তদন্ত করবে৷ নিরপেক্ষ তদন্ত হবে৷ অভিযুক্ত শাস্তি পাবেই৷ আমিও যদি অপরাধী হই ছেড়ে কথা বলব না৷ এই সকল বিষয়ে আমি এমনই রাফ অ্যান্ড টাফ৷’’ এই সকল ঘটনা তাঁর একেবারেই পছন্দ নয় বলেও উল্লেখ করেন মমতা৷ 

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মৃত্যুকে ফিরিয়ে দিতে পারব না৷ সেটা আমার হাতে নেই৷ কিন্তু যেটা আমার হাতে আছে, সেটা হল নিরপেক্ষ তদন্ত৷ দোষীরা শাস্তি পাবেই৷ বিচার হবে৷ যে বা যারাই এ কাজ করে থাকুক না কেন, তার কোনও ক্ষমা নেই৷’’ তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে সিট৷ আইন অনুযায়ী অভিযুক্তের শাস্তি হবে৷