আনিস খান হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা, হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী

আনিস খান হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা, হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী

ced57bfda3570ac70a8116b85e9428c3

কলকাতা: হাওড়া আমতার ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডের জল গড়া আদালতে৷ আনিসের মৃত্যু রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ আইনজীবী৷ স্বতঃপ্রণোদিত মামলার আরজি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কৌস্তুভ বাগচি। দুপুর ২টোয় লিখিত পিটিশন জমা দেওয়ার নির্দেশ দেন বিতারপতি রাজশেখর মান্থা৷ এদিকে সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, আনিস খানের বাড়িতে পৌঁছন  ডিএসপি ডিএনটি সুব্রত ভৌমিক। আনিসের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তিনি৷   

আরও পড়ুন- জোর করে জমি নেওয়া হচ্ছে না! ডেউচা নিয়ে বড় ঘোষণা মমতার

ঘটনাটি শুক্রবার রাতের। ওইদিন গভীর রাতে আনিস খানের বাড়িতে পুলিশ পরিচয়ে ঢোকেন তিনজন। একজনের পরনে ছিল খাকি উর্দি। আনিসের পরিবার জানায়, তাঁরা নিজেদের আমতা থানার পুলিশ বলেই পরিচয় দেয়। এদিকে পুলিশের দাবি  শুক্রবার রাতে পুলিশের কোনও টিম ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যায়নি। ফলে এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছেল। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পুলিশের সঙ্গে আনিসের বাবার কথোপকথনের একটি অডিয়ো। তবে পুলিশের দাবি, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল৷ ভোর ৫টা থেকে ৬টার মধ্যে পুলিশ রওনা হয়৷ এমন নয় যে পুলিশ সাড়া দেয়নি৷ অস্বাভাবিক মৃত্যু হিসাবেই তদন্ত শুরু করা হয়েছে৷ 

সোমবার সকালে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আনিসের বাড়িতে যান ডিএসপি ডিএনটি। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা৷ কথা বলেন নিহত ছাত্রনেতা আনিসের বাবার সঙ্গেও। তিনি জানান, ময়নাতদন্তের সঙ্গে ফরেনসিক বা অন্যান্য রিপোর্টের অমিল থাকলে প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। পুলিশের ময়নাতদন্তে আস্থা রাখতে পারছে না আনিসের পরিবার৷ সালেম খানের সঙ্গে দেখা করেন মন্ত্রী পুলক রায়৷ দেখা করেন আমতার বিধায়ক সুকান্ত পালও।