পকসো আইনে মামলা ছিল আনিসের বিরুদ্ধে! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

পকসো আইনে মামলা ছিল আনিসের বিরুদ্ধে! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

কলকাতা: আমতায় আইএসএফ ছাত্র নেতা আনিস খানের রহস্যমৃত্যুতে এখন হইহই পরিস্থিতি রাজ্য জুড়ে। কারা খুন করল তাঁকে, কেনই বা করল, রাজনৈতিক যোগ আছে না নেই, এইসব প্রশ্নের উত্তর এখনও অজানা। পরিবার চাইছে সিবিআই তদন্ত, এদিকে সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গেল আনিসের বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল! আর এই তথ্য দিচ্ছেন হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ)।

আরও পড়ুন- নবান্নে যাচ্ছেন না আনিসের বাবা-দাদা, বলছেন, ‘দিদি আসলে ভাল হত’

আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় চলছে বিক্ষোভ-সমাবেশ৷ প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে৷ তবে এখন সেই পুলিশের তরফেই জানান হচ্ছে অন্য কথা। হাওড়ার পুলিশ সুপার জানান, বাগনান থানায় পকসো আইনে মামলা ছিল আনিসের বিরুদ্ধে। এমনকি আদালত থেকে সমন জারি করা হয়েছিল। এর জেরেই কিছু হয়েছে কি না তা তদন্তসাপেক্ষ। তবে তিনি এও জানিয়েছেন, ছাত্রনেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত হবে। সব দিক খতিয়ে দেখা হবে। যদিও মুখ্যমন্ত্রী যে সিট গঠন করার কথা বলেছেন তাতে কারা থাকবে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে খুন করা হয় ছাত্র নেতা আনিস খানকে৷ পরিবারের অভিযোগ, পুলিশের পোশাকে বাড়িতে গিয়ে আনিসকে তিন তলার ছাদ থেকে ফেলে খুন করা হয়৷ যদিও সেই দাবি অস্বীকার করেছে আমতা থানা৷ তাঁদের দাবি, তারা ওই বাড়িতে কোনও পুলিশ পাঠায়নি।

সোমবার নবান্নের বৈঠকে আনিস-কাণ্ডে মুখ খুলে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অবশ্যই নিরপেক্ষ তদন্ত হবে৷ অভিযুক্ত শাস্তি পাবেই৷ এমনকি তিনি নিজেও যদি দোষী হন তাহলে তিনি শাস্তি পাবেন৷ তবে তিনি এও জানান, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কোনও মৃত্যুই তাদের কাছে কাম্য নয়৷ একই সঙ্গে বলেন, আনিস তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন৷ অনেক সাহায্যও করেছিলেন৷ ওঁ তাদের ফেভারিট ছেলে ছিলেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =