নদীয়া: ফের নির্দলদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বললেন, ‘‘যারা নির্দলে দাঁড়িয়েছেন তাদের জেতার কোনও জায়গা নেই৷ দল তাদের কোনভাবেই সঙ্গে নেবে না।’’
নদীয়ার কল্যাণীতে নির্বাচনী প্রচারে এসে একথা বলেন পার্থ। সোমবার রাতে তিনি কল্যাণীতে নির্বাচনী প্রচারে আসেন। সেখানেই বাজেট অধিবেশন নিয়ে বলেন, আগামী ৭ই মার্চ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। এরপর ১১ মার্চ বাজেট পেশ করার কথা রয়েছে । তিনি আরও জানান, বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে মন্ত্রিসভার সুপারিশ মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পাঠিয়েছেন। রাজ্যপালের কাছ থেকে বিধানসভা ডাকার নোটিশ পাওয়ার পর বিধানসভার অধ্যক্ষ বৈঠকে ডাকবেন বলে তিনি জানান।
রাতে কল্যাণীতে একটি পদযাত্রায় অংশ নেন। নির্দল প্রার্থী সম্পর্কে পার্থ বাবু জানান, দল থেকে বহিষ্কার হওয়ার পরেও যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন তাদের জেতার কোনও রাস্তা নেই। সাধারণ মানুষই তাদের ভোট দেবে না। যদিও পার্থবাবুর এমন দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে৷ তাঁদের মতে, বহিষ্কারের কথা শীর্ষ নেতৃত্বকে বারে বারে কেন বলতে হচ্ছে? তাহলে কি এবারের পুরভোটে এই নির্দলরাই শাসকের ত্রাস হয়ে উঠতে চলেছে? যদিও এবিষয়ে পার্থবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷