ইউক্রেনে আটকে বাংলার পড়ুয়ারা, কন্ট্রোল রুম চালু নবান্নে

ইউক্রেনে আটকে বাংলার পড়ুয়ারা, কন্ট্রোল রুম চালু নবান্নে

কলকাতা:  ইউক্রেনে আটকে পড়েছেন রাজ্যের অন্তত ১২ জন পড়ুয়া-সহ প্রায় ৩৫ জন৷ বর্তমান সেখানে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে তাদের পরিবার এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আটকে থাকা বাংলার বাসিন্দাদের পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এইজন্যে একজন আইএএস আধিকারিকের নেতৃত্বে নবান্নে রাজ্য স্তরের একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যার ফোন নাম্বার ২২১৪ ৩৫২৬ এবং ১০৭০। সকাল ৯টা থেকে রাত ন’টা পর্যন্ত এই কন্ট্রোল রুম কাজ করবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =