এবার চালু দুয়ারে পোস্ট অফিস! বাড়ির কাছে পৌঁছে যাবে ডাকগাড়ি

এবার চালু দুয়ারে পোস্ট অফিস! বাড়ির কাছে পৌঁছে যাবে ডাকগাড়ি

1cf506e2868aa1974eaa61c299fe1939

কলকাতা:  মানুষের স্বার্থে দুয়ারে সরকার, দুয়ারে রেশন চালু করেছে রাজ্য সরকার৷  এবারে এল দুয়ারে পোস্ট অফিস৷ মানুষের সুবিধার্থে বিশেষ পরিষেবা চালু করল ভারতীয় ডাক বিভাগ৷

আরও পড়ুন- বিকেল হলেই… খারাপ খবর দিল হাওয়া অফিস

পোস্ট অফিসের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত? এবার থেকে আর সেই কষ্ট করতে হবে না৷ গ্রাহকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ। এবার থেকে বাড়ির কাছেই পৌঁছে যাবে পোস্ট অফিসের গাড়ি৷ সেখান থেকে পাঠানো যাবে পার্সেল৷ বুকিংয়ের দিন থেকেই পার্সেলের প্রসেসিং শুরু হবে৷  

কলকাতার রাস্তাঘাটে পোস্ট অফিসের লাল গাড়ি তো হামেশাই দেখা যায়৷ কিন্তু তাতে এতদিন সাধারণ মানুষের কোনও কাজ ছিল না৷ এবার থেকে পোস্ট অফিসের সেই লাল গাড়িতে গিয়েই বুক করতে পারবেন আপনার নিজস্ব পার্সেল। ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে একটি গাড়িকে রাস্তায় মোবাইল পার্সেল ভ্যান হিসাবে নামানো হয়েছে৷ তাতে আশাতীত সাফল্যও পেয়েছে ডাক বিভাগ৷ চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল প্রথম মোবাইল পার্সেল বুকিং ভ্যান। আর মানুষের উৎসাহ দেখে সেই গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ ডাক বিভাগের কলকাতা রিজিয়ন। এই পার্সেল ভ্যানকে নির্দিষ্ট সময়ে উত্তর কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যাবে৷ এমনটাই  জানিয়েছেন কলকাতার পোস্টমাস্টার জেনারেল শ্রী নীরজ কুমার। 

এই মাসের ২৫ তারিখ কলকাতার ঘুঘুডাঙা পোস্ট অফিস থেকে প্রথম যাত্রা শুরু করে মোবাইল পার্সেল ভ্যান। শুধু কলকাতাই নয়, বরানগর, আলম বাজার, দমদম এয়ারপোর্ট, শোভাবাজার, কাশীপুর এসব জায়গাতেও এবার থেকে দেখতে পাওয়া যাবে চলমান এই পোস্ট অফিসকে। যাতে মানুষের সময় সাশ্রয় হবে৷ ভারতীয় ডাকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যেদিন বুকিং হবে সেদিন থেকেই গ্রাহকের পার্সেলের প্রসেসিং শুরু করে দেবে ডাক বিভাগ। বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য আরও নিত্যনতুন প্রকল্প আনতে চলেছে ভারতীয় ডাকবিভাগ।