খড়গপুর: ভোটের সকালে উত্তজনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও৷ তালবাগিচা প্রাথমিক স্কুলের ৮টি বুথে মোবাইল ফোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল তৃণমূল এজেন্টের বিরুদ্ধে৷ ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের অভিযোগ, ভোটাররা কাকে ভোট দিচ্ছেন সেই ছবি তুলে বাইরে পাঠানো হচ্ছে৷ শাসক দলের পাল্টা অভিযোগ, হারবে জেনেই মিথ্যে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী৷
আরও পড়ুন- উত্তর ব্যারাকপুরে তাণ্ডব! নির্দল প্রার্থীকে বেধড়ক মার, চড়-ঘুষি-লাথি
হিরণ বলেন, এসডিও সাহেব গতকাল বলেছিলেন লিখিত নির্দেশ রয়েছে মোবাইল কারও কাছে থাকবে না৷ পোলিং এজেন্টদের কাছেও মোবাইল থাকবে না৷ শুধুমাত্র পোলিং অফিসারদের কাছে মোবাইল থাকবে৷ মোবাইল নিয়ে ভোট দিতে ঢুকতে পারবেন না ভোটাররাও৷ অনেকেই ক্যামেরা অন করে ভো দিচ্ছেন বলে অভিযোগ৷ বিভিন্ন দলের পোলিং এজেন্টদের মোবাইল কি প্রিসাইডিং অফিসার সিড করেছেন? হিরণ জানান, তাঁদে মোবাইল সিজ করা হয়েছে৷ অন্যদিকে, তৃণমূল প্রার্থীর পাল্টা দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি৷ এটা শান্তিপ্রিয় এলাকা৷ মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>