কান্দি: ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই একাধিক অভিযোগ আসতে শুরু করেছে বিভিন্ন প্রান্ত থেকে৷ বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে বুথে ঢুকে তাণ্ডব চালান বিজেপি প্রার্থী৷ ওই প্রার্থীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ৷
আরও পড়ুন- জলপাইগুড়ির বুথে কংগ্রেস প্রার্থীকে পুলিশের ঘাড়ধাক্কা, ব্যাপক উত্তেজনা
আজ সকালে বুথে ঢুকে বিজেপি প্রার্থী ইভিএম তুলে আছাড় দিয়ে ভেঙে ফেলেন৷ তাঁর দাবি ছিল, এই বুথে ভুয়ো ভোটিং হচ্ছে৷ সেই কারণেই তিনি ইভিএম ভেঙে ফেলেছেন৷ এর পরেই তাঁকে ঘিরে ধরে চড়াও হব তৃণমূলের প্রার্থী এবং স্থানীয় মানুষ৷ পুলিশ এসে জনরোশের হাত থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়৷ তাঁকে আটক করে বারাসত থানার পুলিশ৷ প্রিসাইডিং অফিসার ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিচ্ছেন বলে খবর৷ এর পরেই তাঁকে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হতে পারে৷ আপাতত বুথে রয়েছেন জেনারেল অবজারভার৷ এসে পৌঁছেছে নতুন জেনারেল ইউনিট৷ গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন জেনারেল অবজারভার৷ তবে এখনও থমকে ভোটদান প্রক্রিয়া৷ সকাল ৮টা নাগাদ বুথে ঢুকে কন্ট্রোল ইউনিট পুরো ভেঙে চুরনাক করে দেন বিজেপি প্রার্থী৷ সেক্টর অফিসে খবর দেওয়া হয়৷ অবশেষে এসে পৌঁছয় নতুন ইউনিট৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>