ভাটপাড়ায় আক্রান্ত ৩ BJP প্রার্থী, চাপা সন্ত্রাস চলছে, পুলিশের ভূমিকা ন্যক্কারজনক, বিস্ফোরক অর্জুন

ভাটপাড়ায় আক্রান্ত ৩ BJP প্রার্থী, চাপা সন্ত্রাস চলছে, পুলিশের ভূমিকা ন্যক্কারজনক, বিস্ফোরক অর্জুন

ভাটপাড়া:  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া পুর এলাকা৷ ভাটপড়ার তিনটি বুথে আশান্তি ছড়িয়েছে৷ ৯, ১১ এবং ২৫ নম্বর বুথে আক্রান্ত বিজেপি প্রার্থী৷ 

আরও পড়ুন- এজেন্ট নিয়ে রাস্তায় অধীর, কংগ্রেস সাংসদকে ঘিরে বিক্ষোভ বহরমপুরে

আজ সকালে ৯ নম্বর ওয়ার্ডের গান্ধী বিদ্যাপীঠ বিদ্যালয়ের ৪৩ নম্বর বুথে ইভিএম ভাঙচুর করা হয়েছিল৷ তৃণমূলের অভিযোগ এই বুথে বিজেপি প্রার্থীর স্বামী এই ভাঙচুর চালিয়েছে৷ পরে অভিযোগ ওঠে, ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীই আক্রান্ত হয়েছেন৷ আক্রান্ত হয়েছেন ১১ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীও৷ বিজেপি সাংসদ অজুন সিং বলেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের কোর ভোটার মুসলিমদের ভোট দিতে দেওয়া হচ্ছে না৷ এখনও পর্যন্ত আমার ১৬-১৭ জন লোককে গ্রেফতার করা হয়েছে৷ পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে৷ প্রার্থীর নির্বাচনী এজেন্টকে গ্রেফতার করা হচ্ছে৷ সমস্ত ভাটপাড়ায় চাপা সন্ত্রাস চলছে৷ আমাদের ৪ জন প্রার্থীকে মারা হয়েছে৷ তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷ তাঁরা হাসপাতালে ভর্তি৷ তাঁর কথায়, বিজেপি প্রার্থীর স্বামী নয়, ৯ নম্বর ওয়ার্ডে ইভিএম ভেঙেছে কংগ্রেস প্রার্থীর বাবা৷ যেখানে যেখানে ছাপ্পা হচ্ছে, সেই সকল বুথ ভাঙবে জনতা৷