পুরভোটে আক্রান্ত সংবাদমাধ্যম, মেরে মুখ ফাটানো হল সাংবাদিকের, বেধড়ক মার চিত্র সাংবাদিককে

পুরভোটে আক্রান্ত সংবাদমাধ্যম, মেরে মুখ ফাটানো হল সাংবাদিকের, বেধড়ক মার চিত্র সাংবাদিককে

কলকাতা: উত্তর দমদম থেকে কাঁথি, দিকে দিকে আক্রান্ত সংবাদমাধ্যম৷ ফেলে মারা হল সাংবাদিক ও চিত্র সাংবাদিককে৷ ভেঙে দেওয়া হল ক্যামেরা৷ উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দের সাংবিদক সুকান্ত সুখোপাধ্যায় এবং চিত্র সাংবাদিক শ্যামল জানা৷ মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকের৷ বেপরোয়া মারধর করা হয়েছে চিত্রসাংবাদিক শ্যামল জানাকেও৷ দুষ্কৃতীরা কী ভাবে চড়াও হয়েছিল, সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়৷ 

আরও পড়ুন- উত্তেজনার মাঝে সকাল ৯টা পর্যন্ত কত ভোট পড়ল?

দমদম পুরসভার আলিপুর এলাকায় সিপিএম প্রার্থীকে মারধরের খবর পেয়ে খবর করতে যান সুকান্ত৷ সেখানে বহিরাগতরা জড়ো হয়ে ভোটারদের আটকানোর অভিযোগ করে সিপিএম৷ বাম প্রার্থী শিবশঙ্কর ঘোষ ভোটারদের নিয়ে বুথের দিকে যাওয়ার সময় বহিরাগতরা ফের ভোটারদের আটকানোর চেষ্টা করে৷ সংবাদমাধ্যমের ক্যামেরা বন্ধ করার চেষ্টা করা হয়৷ গলির মধ্যে থেকে ২০ থেকে ২৫ জন বহিরাগত এগিয়ে আসে৷ অভিযুক্তদের পরিচয় জানতে চাইলে সাংবাদিকের উপরেই চড়াও হয় দুষ্কৃতীরা৷ ক্যামেরা ভেঙে ফেলে দেওয়া হয় নর্দমায়৷ ব্যাপক মারধর করা হয় সাংবাদিক ও চিত্র সাংবাদিককে৷ কেড়ে নিয়ে ফেলা দেওয়া হয় বুম৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ গুরুতর আহত অবস্থায় সুকান্ত ও শ্যামলকে বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

উত্তর দমদমে আক্রান্ত হযেছেন টিভি 9-এক চিত্র সাংবাদিকও৷ মাটিতে ফেলে চিত্র সাংবাদিক দীপঙ্কর দাসের বুকে-পেটে বেপরোয়া লাথি-কিল-ঘুষি মারেন মাস্কে মুখ ঢাকা জনা পঁচিশেক পুরুষ-মহিলা।