শান্তিপুরে তৃণমূল প্রার্থীকে ফেলে মার, কাঠগড়ায় বাম প্রার্থী

শান্তিপুরে তৃণমূল প্রার্থীকে ফেলে মার, কাঠগড়ায় বাম প্রার্থী

শান্তিপুর: শান্তিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্থীকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মুখোপাধ্যায় বলেন, সকাল থেকেই  হুমকি আসছিল৷ সিপিআইএম প্রার্থী এবং তাঁর দলবদল চোখ রাঙাচ্ছিল।  এর পর হঠাৎ করেই আক্রমণ চালান সিপিআইএম প্রার্থী মৌমিতা মাহাতো দাস। কার্যত মাটিতে ফেলে জুতো দিয়ে বেধড়ক মারধর করা হয় তৃণমূল প্রার্থীকে৷ এমনটাই অভিযোগ উঠেছে।

আরও পড়েনি- শাড়ি খুলে নেওয়ার চেষ্টা হয়েছে! বিস্ফোরক অভিযোগ প্রার্থীর

এদিকে তৃণমূল প্রার্থীর তোলা অভিযোগ অস্বীকার করেছেন মৌমিতা মাহাতো দাস। তিনি বলেন, তৃণমূল প্রার্থী বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করছিল। আমরা হাতেনাতে একজনকে ধরেও ফেলি। তাকে ছাড়াতে এসেছিলেন তৃণমূল প্রার্থী৷ তখন ধাক্কাধাক্কিতে পড়ে যান। তাঁকে মারধোর করা হয়নি। ঘটনার জেরে গোটা বুথ চত্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

অন্যদিকে, কোন্নগরের ১০ নম্বর ওয়ার্ডের আক্রান্ত  বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্য। ষাটোর্ধ্ব প্রার্থীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। তাঁর পায়ে একাধিক ক্ষত হয়েছে। রক্ত ঝরছে৷  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।