কলকাতা: সকাল থেকে উত্তেজনার আবহে চলছে পুরভোট৷ এরই মাঝে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের অভিযোগকে নাটক বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ বুথ সংখ্যার নিরিখে এই ‘নাটক’ কত শতাংশ, তাও উল্লেখ করলেন তিনি৷
আরও পড়ুন- সিপিএম-তৃণমূলের মধ্যে ইটবৃষ্টি! খানিকক্ষণ বন্ধ বুথ
এদিন কুণাল বলেন, মানসিক অবসাদ ও নিশ্চিত পরাজয় জেনে প্রচারে ভেসে থাকার চেষ্টা করছে বিরোধীরা৷ দুর্ভাগ্যজনকভাবে কিছু অভিযোগ এসেছে৷ কোনও কোনও সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিক অনৈতিক ভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷ তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্যে প্ররোচনা দেওয়া হয়েছে৷ এ সংক্রান্ত ভিডিয়ো আমাদের হাতে রয়েছে৷ তা সংশ্লিষ্ট চ্যানেলের হাতে পৌঁছে দেওয়া হবে৷
তিনি আরও বলেন, বিজেপি’র দিলীপ ঘোষ ও অর্জুন সিং ঘুরে ঘুরে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছেন৷ তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ বহরমপুরে একই কাজ করেছে অধীর রঞ্জন চৌধুরী৷ নির্বাচনী বিধি অনুযায়ী এভাবে বুথে বুথে ঘোরা যায় না৷ বিরোধীরা ভোট প্রভাবিত করার অপচেষ্টা করেছে৷ কুণাল বলেন, আজ ২,২৭৬টি ওয়ার্ডে পুরভোট হচ্ছে৷ আর মোট বুথ রয়েছে ১১ হাজার ২৮০টি৷ সব কটি চ্যানেল ও সংবাদমাধ্যম প্রতিটা বিরোধী দলের অভিযোগ মিলিয়ে খবর করছে৷ এই অভিযোগ সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে৷ আবার নাটক, অতিনাটক, পরাজয় জেনে অভিনয়ও হতে পারে৷ কিন্তু ১১ হাজার ২৮০টি বুথের নিরিখে যে অভিযোগ বা নাটকগুলি সামনে আসছে শতাংশের হিসাবে তা মাত্র ১.২ শতাংশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>