গেরুয়া বন্‌ধ, বিক্ষোভে বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল

গেরুয়া বন্‌ধ, বিক্ষোভে বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল

 

ডায়মন্ড হারবার: পুরভোটের সন্ত্রাস ও হিংসার অভিযোগ তুলে বনধের সমর্থনে পথে নামল বঙ্গ বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার ডায়মন্ড হারবারে ১৭৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে ডায়মন্ড হারবার পুরসভা বিজেপি প্রার্থীরা রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। বিক্ষোভের পর যান চলাচল বেশ কিছুক্ষণ থাকে। ঘটনাস্থলে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ উঠে যায়।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদাহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার হোটোর , সোনারপুর, মথুরাপুর স্টেশনে রেল লাইনের নেমে লোকাল ট্রেনে র সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদাহ দক্ষিণ শাখাতে। বেশকিছু স্টেশনে আটকে পড়ে লোকাল ট্রেন। ঘটনাস্থলে এসে পৌঁছায় রেলপুলিশের আধিকারিকেরা। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

বিজেপির দাবি, পুরভোটে সন্ত্রাস, হিংসার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্‌ধের ডাক দিল বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে সোমবার অর্ধদিবস বন্‌ধ। পৌর ভোটের পরে রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। অভিযোগ, রাজ্যের ১০৮ পুরসভার ভোটে  লাগামহীন হিংসা চালিয়েছে শাসকদল। তার প্রতিবাদেই সোমবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হল গেরুা শিবিরের তরফে। বনধের  মিশ্র প্রভাব পড়েছে  রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =