‘গড়ে’ ধাক্কা শুভেন্দুর, কাঁথিতে জিতলেন সুপ্রকাশ গিরি, হারলেন বিজেপি বিধায়ক

‘গড়ে’ ধাক্কা শুভেন্দুর, কাঁথিতে জিতলেন সুপ্রকাশ গিরি, হারলেন বিজেপি বিধায়ক

কাঁথি: ছিল হিংসা, ছাপ্পার অভিযোগ। কাঁথি পুরসভার ভোটের গণনা স্থগিত করার জন্য আদালত আবেদন করেছিল বিজেপি। মামলার আবেদনকারী ছিলেন সৌমেন্দু অধিকারী। কিন্তু কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। ভোটের গণনা স্থগিত বা বাতিলের দাবি খারিজ করে দিয়েছে আদালত। সেখানেই আজ ভোট গণনায় আবার ধাক্কা খেল গেরুয়া শিবির। মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। তাঁর গড়েই হারল বিজেপি।

আরও পড়ুন: উত্তরবঙ্গ দাপানো শুরু ঘাসফুলের, দখলে মেখলিগঞ্জ-হলদিবাড়ি

তৃণমূলের প্রার্থী রিনা দাসের কাছে হেরে গিয়েছেন বিজেপির প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। তিনি তৃণমূলের কাছে হেরেছেন ৭৭ ভোটে। বিশেষজ্ঞদের অনুমান, দীর্ঘ চার দশক পর কাঁথিতে পালাবদল ঘটতে চলেছে তৃণমূলের পক্ষে। কাঁথির অধিকারীগড়ে এই রকম ধাক্কা মোটেই কাম্য ছিল না শুভেন্দু অধিকারীর জন্য। তিনি আরও অস্বস্তিতে কারণ সেখানে আবার জিতেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। ভোট প্রচার চলাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে বচসায় জড়াতে দেখা গিয়েছিল তাঁকে। সেই তিনিই জিতলেন ভোটে।

গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়েছিল, ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে কাঁথিতে। এমনকি ৯০ শতাংশ সিসি ক্যামেরা নষ্ট করে দেওয়ার অভিযোগও রয়েছে। তাও ভোট গণনার আবেদন গৃহীত হয়নি কলকাতা হাইকোর্টে। তবে, নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের কাছ থেকে বিজেপির অভিযোগের সত্যতা যাচাই করে হলফনামা চেয়েছে আদালত। আগামী ১১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 12 =