তাহেরপুর: সবুজঝড়ের মধ্যেই বামেদের দখলে তাহেরপুর পুরসভা৷ ১৩টি ওয়ার্ডের মধ্যে বামেরা জয়ী হয়েছে ৮টি আসনে৷ তৃণমূল পেয়েছে পাঁচটি আসন৷ কলকাতা পুরসভার ভোটের মতো রাজ্যের বাকি পুরসভাগুলিতেও বাড়ল বামেদের ভোট শতাংশের হার৷ তবে বামেদের দাবি, অবাধ ও সুষ্ঠু পুরভোট হয়নি৷ অন্যদিকে, আরও ফিকে বিজেপি৷
আরও পড়ুন- সুকান্ত ‘গড়’ বালুরঘাটেও ধস বিজেপি’র, দার্জিলিংয়ে ‘শূন্য’
বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে বামেদের এই জয় নিশ্চিত ভাবেই আশাব্যাঞ্জক দলের কাছে৷ নদিয়ার তাহেরপুর পুরসভা দখল নিয়েছে তারা৷ রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে অবন্যতম ব্যতিক্রম এই তাহেরপুর। অন্যদিকে দার্জিলিং পুরসভায় জয়ী হয়েছে অনিত থাপার হামরো পার্টি। এই পুরসভায় এখন পর্যন্ত পাহাড়ের পার্টির দখলেই থেকেছে৷ তাহিরপুরের হাত ধরে রাজ্যের প্রধান বিরোধী দলগুলির মধ্যে একমাত্র সিপিএম তথা বামফ্রন্টই খাতা খুলতে সমর্থ হল। বিধানসভা নির্বাচনে যে বামেরা ‘শূন্য’ বলে বিবেচিত হচ্ছিল, সেই বামেরাই পুর নির্বাচনে ঘুরে দাঁড়াল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>