‘CPIM নরেন্দ্র মোদীর মতো মিথ্যেবাদীর দল নয়’, বামেদের প্রশংসায় পঞ্চমুখ কেষ্ট

‘CPIM নরেন্দ্র মোদীর মতো মিথ্যেবাদীর দল নয়’, বামেদের প্রশংসায় পঞ্চমুখ কেষ্ট

f52f2af84e1ccad6fb7c1df5c64d8710

সিউড়ি: পুরভোটে অনুব্রত গড়ে সবুজ ঝড়৷ কেষ্টর ম্যাজিকে একেবারে পাঁচে পাঁচ৷ তবে এরই মধ্যে টিমটিম করে জ্বলছে বামেদের আলো৷ একটি মাত্র ওয়ার্ডে জয়ী হয়েছেন বাম প্রার্থী৷ মোট ১,২৬৭টি ভোট পেয়েছেন তিনি৷ তাঁর কাছে ১৫৩ ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী আবদুল মালিক৷ জয় নিশ্চিত হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত৷ সেখানেই বামেদের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি৷ 

আরও পড়ুন- তিন ধাপে পুরভোটের ফল প্রকাশিত, রাজ্য রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ কোন পথে?

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, “বিজেপি কেন মনোনয়ন দাখিল করল না? যদি বাম-কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারেন, তাহলে বিজেপি পারল না কেন? আসলে ওদের সংগঠনই নেই। কয়েকটা পাতাখোর-নেশাখোর দিয়ে সংগঠন হয় না।’’ কেষ্টার কথায়, ‘‘তবুও তো সব জায়গায় সিপিএম কিছু ভোট পেয়েছে৷ ওরা ২০১৯-এ যে ভুল করেছিল সেই ভুলের সংশোধন করে নিয়েছে। সেকারণেই সিপিএম আবার ভোট পাচ্ছে। আমার এখানেও মনে হয় ২০০ ভোট পেয়েছে। ওদের একটা সংগঠন আছে৷ সিপিএম নরেন্দ্র মোদীর দলের মতো মিথ্যেবাদী দল নয়।’’ ভোটের ফল প্রকাশ হতেই বামেদের দরাজ সার্টিফিকেট অনুব্রতর৷