মাঝ আকাশে আচমকা ব্যাপক ঝটকা বিমানে! কোমরে ব্যাথা মমতার

মাঝ আকাশে আচমকা ব্যাপক ঝটকা বিমানে! কোমরে ব্যাথা মমতার

কলকাতা: উত্তরপ্রদেশ সফর শেষ করে গতকাল বারাণসী হয়ে কলকাতা বিমানে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ফেরার সময়ই হঠাৎ বিপত্তি। মাঝ আকাশে আচমকা ঝটকা খেল বিমান এবং তাতেই কোমরে লেগেছে তাঁর, জানা গিয়েছে এমনটাই। সূত্রের খবর, মমতার বিমানটি প্রায় সাত হাজার ফুট থেকে দু’হাজার ফুটে নেমে আসে এবং দোল খেতে থাকে। তার জেরেই কোমরে লেগেছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- অখিলেশের খেলা শেষ করতে গিয়েছেন মমতা, কটাক্ষ দিলীপের

রাজ্য সরকারের ভাড়া করা যে ফ্যালকন বিমানে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন এদিন সেই একই বিমান ছিল না, আর এই বিমানে তিনি আগে সফর করেননি। তবে জানা গিয়েছে, বিমান আকাশে থাকাকালীন মেঘ, বৃষ্টি, ঝড় ছিল না, আকাশ বেশ পরিষ্কার ছিল। তাহলে কেন এই বিপত্তি? অনুমান করা হচ্ছে, মমতার এই বিমানের লাইনেই আরও একটি বিমান এসে গিয়েছিল। যে কারণে এই বিমানকে নিয়ে ফাঁপরে পড়েন পাইলট। সাত হাজার ফুট থেকে এক ঝটকায় দু’হাজার ফুটে নেমে আসতে হয় তাদের। যার জন্যই প্রবল টালমাটাল শুরু হয় বিমানের ভেতর। এতেই চোট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিমানের ভেতর মুখ্যমন্ত্রী ছাড়াও যারা ছিলেন তারাও অল্পবিস্তর আঘাত পেয়েছেন।

তবে এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এই বিষয় সঠিক তদন্ত চাইছে তারা। কারণ যদি দুটি বিমান সত্যি মুখোমুখি হয় তাহলে এটি অত্যন্ত গুরুতর ব্যাপার। যখন-তখন যা খুশি হতেই পারত। তাই কী হয়েছে এবং কেন হয়েছে, তা জানতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে নবান্ন জানিয়েছে ইতিমধ্যেই। এদিন দুর্যোগ কাটার প্রায় ৫ মিনিট পর কলকাতা বিমানবন্দর নামে মমতার বিমান। প্রসঙ্গত, এই ধরনের অভিযোগ উঠলে ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন’ তদন্ত করে, বিমানের পাইলট রিপোর্ট জমা দেয়। এক্ষেত্রেও তাই হয়েছে। ঘটনাচক্রে আবার এই বিমানের পাইলট বাবা এবং মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 12 =