কাবুলে বন্ধ ভারতীয় দবতাবাস, আফগানিস্তানের হিন্দু ও শিখদের আশ্রয় দেবে দিল্লি

কাবুলে বন্ধ ভারতীয় দবতাবাস, আফগানিস্তানের হিন্দু ও শিখদের আশ্রয় দেবে দিল্লি

নয়াদিল্লি:  তালিবানের কব্জায় গোটা আফগানিস্তান৷ শুরু হয়েছে দেশ ছাড়ার হুডোহুড়ি৷ এই টালমাটাল অবস্থায় কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি৷ দূতাবাস থেকে সকল ভারতীয় কর্মীকে নিরাপদে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ আপাতত আফগান কর্মীরাই দূতাবাস চালাবেন বলে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- চারটে গাড়ি, টাকা ভর্তি হেলিকপ্টার নিয়ে পালিয়েছেন গনি!

দূতাবাসের কর্মী ছাড়াও আফগানিস্তানে যে স্বল্প সংখ্যাক হিন্দু ও শিখ নাগরিক রয়েছেন তাঁদের ভারতে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷ আফগানিস্তানে কর্মরত সকল ভারতীয়ের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে৷ সোমবার সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘আফগানিস্তানে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছি৷ যাঁরা ভারতে ফিরতে আগ্রহী, সরকার তাঁদের সবরকম ভাবে সহযোগিতা করবে৷’  

আরও পড়ুন- ‘দাসত্বের শৃঙ্খল ভেঙেছে তালিবান’, প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

তবে এই জটিল পরিস্থিতির মধ্যেই দেখা গিয়েছে অন্য সঙ্কট৷ গতকাল রাতে কাবুল বিমানবন্দরে আটকে পড়েছে সামরিক ও অসামরিক সব ধরনের বিমান৷ পেন্টাগনের তরফে এ কথা জানানো হয়েছে৷ এদিকে গোটা কাবুল শহর এখন দৌড়চ্ছে৷ এ দৌড় প্রাণ বাঁচানোর দৌড়৷ রবিবার তালিবানরা কাবুল দখল করার পর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের কাছে বারবার আর্জি জানিয়েছেন আফগানিস্তানের মানবাধিকার কর্মী-সহ অনেকেই। বিশেষ করে তালিবান রাজত্বে মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আন্তর্জাতিক সাহায্যের আর্জি জানানো হয়েছে৷ গত ৪৮ ঘণ্টায় কাবুলের পথে মেয়েদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ শুধু ভিড় ছিল অলি গলির বোরখার দোকানগুলিতে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 2 =