বন্দুকের নিশানায় দুই বিএসএফ জওয়ান, গুলিতে ঝাঁঝরা, মৃত্যু

বন্দুকের নিশানায় দুই বিএসএফ জওয়ান, গুলিতে ঝাঁঝরা, মৃত্যু

জলঙ্গি: মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে চলল গুলি। একে অপরকে গুলি করল দুই বিএসএফ জওয়ান! ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমত স্তম্ভিত সকলে। পঞ্জাবের অমৃতসরে সম্প্রতি এই ধরণের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন- ডাক্তারদের নির্বাচনেও ছাপ্পা, মারপিট, গালাগালি! অবাক শহরবাসী

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, একে অন্যকে গুলি করে ওই দুই জওয়ান। বচসার কারণেই এই গুলি চালানো হয়েছে বলেই জানান হয়েছে। কিন্তু কী কারণে দুই জওয়ানের মধ্যে বচসা বাঁধল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু তাদের মধ্যে বিবাদ অনেকক্ষণ ধরেই হচ্ছিল। অবশেষে তারা একে অপরকে গুলি করে। কেউই গুলি থেকে রক্ষা পায়নি। নিহতেরা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। তবে তারা কারা, তাদের নাম কি, কিছুই এখনও পর্যন্ত জানা যায়নি। দুই জওয়ানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি অমৃতসরে এক জওয়ান গুলি চালানোয় ৫ জওয়ানের মৃত্যু হয়। বিএসএফের এক কনস্টেবল আচমকাই প্রকাশ্যে গুলি চালাতে শুরু করেছিল। অমৃতসরের খাসা গ্রামের কাছে বিএসএফের ক্যাম্পে এই ঘটনা ঘটে। কোন কারণে ওই কনস্টেবল গুলি চালান তা জানার চেষ্টা চলছে এখনও। এর আগেও বিএসএফের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। অনেকে আত্মঘাতীও হয়েছেন। তাই বিএসএফ নিয়ে অবশ্যই একটা দুশ্চিন্তার পরিবেশ তৈরি হচ্ছে দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =