কনের বয়স ২৫ হলেই মিলবে পুরস্কার, জন্মহার ঠিক করতেই অভিনব উদ্যোগ চিনা প্রদেশে

কনের বয়স ২৫ হলেই মিলবে পুরস্কার, জন্মহার ঠিক করতেই অভিনব উদ্যোগ চিনা প্রদেশে

কলকাতা:  সামনেই পুজো। চারিদিকে পুজো পুজো ঘ্রাণ। আর পুজো মানেই যুব মনের ক্যানভাস জুড়ে প্রেমের রং। প্রেয়সীকে মনের কথা জানাতে ব্যকুল অসংখ্য হৃদয়। কিন্তু, সে মুলুকে হারিয়েছে প্রেম। বিয়ের প্রতি অনীহা অধিকাংশেরই। তাই সন্তানের মুখ দেখতেও অপেক্ষা করতে হচ্ছে পরিবারের প্রবীণদের৷ সার্বিক নিরিখে এগিয়ে থাকলেও, উদ্বেগ বাড়াচ্ছে জন্মের হার। গত ৬০ বছরে প্রথমবার জনসংখ্যা কমেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিনে৷ জনশক্তি বাড়াতে জন্মহার বাড়ানোই এখন মূল লক্ষ্য শি জিনপিং সরকারের৷ যুব সমাজকে সাংসারিক বন্ধনে বাঁধতে তাই একাধিক প্রকল্পও আনা হচ্ছে৷ যুবক-যুবতীরা যাতে কম বয়সে বিয়ের পিঁড়িতে বসেন, তা নিশ্চিত করতেই এবার নয়া প্রকল্প নিয়ে হাজির চিনের একটি প্রদেশ৷ তাদের বক্তব্য, কনের বয়স ২৫ বা তার চেয়ে কম হলেই মিলবে পুরস্কার!

চিনের চ্যাংশন প্রদেশে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঠিক বয়সে বিয়ে করলে এবং সন্তানের জন্ম দিতে পারলেই সংশ্লিষ্ট দম্পতিকে পুরস্কৃত করা হবে৷ শুধু তাই নয়, শিশুদের চিকিৎসা, পড়াশোনার খরচেও তাঁরা ছাড় পাবেন। চিনে বিয়ের জন্য পুরুষদের বয়সের সীমা ২২। মহিলাদের ক্ষেত্রে এই বয়ঃসীমা ২০। ২৫ বছরের মধ্যে বিয়ে করে ফেললেই তাঁরা পাবেন হাতেগরম পুরস্কার৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ হাজার ৩১৭ টাকা।

গত ছয় দশকে উল্লেখজনক ভাবে জনসংখ্যা কমেছে চিনে। সরকারি পরিসংখ্যান সংস্থা ‘ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকস্’-এর তরফে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, গত ৬০ বছরে এই প্রথম ২০২২ সালে চিনের জনসংখ্যা এমন হারে কমেছে। এমনকি, ২০২২ সালে সে দেশের জন্মহারও নিম্নমুখী। পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, গত বছর ১৪১ কোটির মধ্যে চিনের জনসংখ্যা ৮ লক্ষ ৫০ হাজার কমেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, ১৯৬০ সালে চিনে জনসংখ্যা অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। এত বছর পর আবার সেই পরিস্থিতিতেই এসে দাঁড়িয়েছে চিন। এই পরিস্থিতিতে জন্মহার ঠিক রাখতে তৎপর হয়ে উঠেছে জিনপিং প্রশাসন। 

জন বিস্ফোরণের ভয়ে ১৯৮০ সালে বিতর্কিত ‘এক শিশু’ নীতি গ্রহণ করে চিন। যার কারণে জনসংখ্যা অনেক বেশি হ্রাস পায়। ভুল বুঝতে পেরেই ২০১৬ সালে এই নীতি থেকে সরে আসে বেজিং। ২০২১ সালে দম্পতিদের তিনটি সন্তান নেওয়ার অনুমতি দেয় সরকার।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *