উল্টো পাল্টা হিন্দি বলে দিদি অখিলেশের দোকানটা বন্ধ করে দিলেন, বিস্ফোরক দিলীপ

উল্টো পাল্টা হিন্দি বলে দিদি অখিলেশের দোকানটা বন্ধ করে দিলেন, বিস্ফোরক দিলীপ

 

কলকাতা: ‘‘উল্টো পাল্টা হিন্দি বলে দিদি উত্তরপ্রদেশে অখিলেশের দোকানটা বন্ধ করে দিলেন’’। উত্তরপ্রদেশের ফলাফল নিয়ে এভাবেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সরকার গড়তে না পারলেও হয়তো ওদের আসন সংখ্যা আরও বৃদ্ধি হত৷’’

প্রত্যাশিতভাবেই পঞ্জাব বাদে চার রাজ্যের ফলাফলে গেরুয়া ঝড় অব্যাহত৷ অন্যদিকে হাজারও ঢক্কা নিনাদের পরও ভিন রাজ্যে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল৷ স্বাভাবিকভাবে, পাঁচ রাজ্যের ফল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ ছুঁড়েছেন দিলীপ৷ বস্তুত, একুশের বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদ্ম উচ্চারণের প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। তাঁদের মতে, ‘‘বাংলায় মোদীর উচ্চারণের খেসারত যেভাবে ভোটে গেরুয়া শিবিরকে মেটাতে হয়েছে ঠিক একইভাবে উত্তরপ্রদেশে দিদির হিন্দি উচ্চারণের খেসারত মেটাতে হল অখিলেশ যাদবের দলকে৷’’

যদিও দিলীপের এহেন বক্তব্যের পাল্টা যুক্তিও সামনে উঠে এসেছে৷ ওই মহলের মতে, এই মুহূর্তে দেশের রাজনীতিতে অত্যন্ত হেভিওয়েট মুখ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি উত্তরপ্রদেশের প্রচারে যাওয়ায় ভোট প্রচারে গেরুয়া শিবিরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে মনে করা হচ্ছে৷ একই সঙ্গে সমাজবাদী পার্টির আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে মত এই মহলের৷ বস্তুত, আগে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির দখলে ছিল ৪৭টি আসন৷ এবারে নেত্রীর প্রচারের পর সেই সংখ্যা বেড়ে হয়েছে ১২০টি৷ তবে গোয়ায় ভোটে লড়লেও একটি আসনেও জিততে পারেনি তৃণমূল৷ সেই প্রসঙ্গও টেনে আনছেন দিলীপ৷ দাবি করেছেন, ‘‘২৪ এর ভোটে একই ঘটনার পুরনাবৃ্ত্তি হবে৷ দেশজুড়ে বইবে গেরুয়া ঝড়৷’’ যদিও পাল্টা হিসেবে তৃণমূল নেতারা দাবি করেছেন, ‘‘উত্তরপ্রদেশের ভোট হয়নি, ভোট লুঠ হয়েছে৷ ভোট হলে অন্য ফল সামনে আসত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =