কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কেপমারি করতে গিয়ে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী রূপা দত্ত৷ একজন অভিনেত্রীর এহেন ‘হাত সাফাই’ এর ঘটনায় হতবাক পুলিশও৷ কিন্তু কে এই রূপা দত্ত?
আরও পড়ুন- বই মেলায় অভিনেত্রী পকেটমার! শুনে থমকে গেলেন পুলিশ কর্তারা
কলকাতার মেয়ে রূপা বেলতলা গার্লস হাইস্কুলের ছাত্রী ছিলেন৷ স্কুলের পাঠ শেষ করে যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক পাশ করেন৷ বরাবরই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর৷ কিন্তু টলিউডে সে ভাবে নাম করতে পারেননি৷ পাড়ি দেন বলিউডে৷ একাধিক টিভি সিরিয়ালে অভিনয়ও করেন৷ ‘বৈষ্ণব দেবী’ সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তাও কুড়িয়েছিলেন রূপা৷ আবার কার্ণি সেনার স্বঘোষিত প্রেসিডেন্টও তিনি। টেলিভিশনের নিয়মিত দর্শকদের কাছে রূপা যথেষ্ট পরিচিত মুখ। তাঁর পরিচয় জানার পর পুলিশও হতভম্ব৷ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে কেন এই ধরনের একটা কাজ করতে হল, তা বোঝার চেষ্টা করছেন অফিসাররা৷
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ রূপা৷ সেখান থেকেই জানা গিয়েছে তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট৷ সেই সঙ্গে একজন নৃত্যশিল্পীও বটে৷ রূপার নিজস্ব অ্যাক্টিং অ্যাকাডেমিও রয়েছে৷ কলকাতায় ইন্ডাস্ট্রিতে সে ভাবে দাগ কাটতে না পারলেও কেল্লাফতে ছবিতে অঙ্কুশের সহ অভিনেত্রী ছিলেন তিনি৷ বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রেও অভিনয় করেছেন৷ তবে বহুবার তাঁর নামের সঙ্গে বিতর্ক জড়িয়েছে৷ একবার পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার অভিযোগ এনে শোরগোল ফেলেছিলেন৷
রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ যোগ না থাকলেও পরোক্ষ যোগ রয়েছে রূপার৷ তথাগত রায়ের টুইট রিটুইট করতেও দেখা গিয়েছিল রূপাকে৷ কিন্তু হঠাৎ করে কেন তিনি কেপমারি করতে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ মনে করা হচ্ছে, রূপা কোনও চক্রের সঙ্গে জড়িত রয়েছেন৷ তাঁর ব্যাগ থেকে ৭৫ হাজার টাকার পাশাপাশি একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে৷ সেখানে লেখা রয়েছে যাবতীয় হিসাব৷ কে কোথা থেকে কত টাকা পাঠিয়েছেন, তার বিস্তারিত তথ্য রয়েছে৷ পুলিশের সন্দেহ, রূপা নিজে পকেটমারি করার পাশাপাশি অন্যদের দিয়েও এই কাজ করার৷
তবে ধনী ও প্রতিষ্ঠিতদের মধ্যে এই ধরনের স্বভাব নতুন নয়৷ মনোবিদরা বলেন, এটা মানসিক রোগ৷ অনেকেই চুরি করেন বিলাসবহুল জীবনযাপন করতে৷ রূপা ঠিক কোন কারণে চুরি করেছেন, সেটাই খুঁজে বার করতে চাইছে পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>