নদীয়া: ঘরের মধ্যেই গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে৷ গৃহবধূর বাবার বাড়ি তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার শান্তিপুর থানার ঢাকা পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সত্রে জানা যায়, ৬ বছর আগে নদীয়ার তাহেরপুর থানার বিননগর বিলপাড়া বাসিন্দা যুবতী মিনা পালের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় শান্তিপুর থানা ঢাকা পাড়ার বাসিন্দা উজ্জ্বল পালের। বর্তমানে তাদের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ বিয়ের এক বছর পর থেকেই বিভিন্ন অজুহাত নিয়ে তার স্বামী উজ্জল পাল, শ্বশুর অতীশ পাল, শাশুড়ি কল্পনা পাল এবং জা টুম্পা পাল তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কিছুদিন আগেও তাকে টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর পরিবারের।
এর আগেও অত্যাচার সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়ি চলে যায় সে। অভিযুক্ত স্বামী উজ্জল পাল বারবার তাকে আবারও প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসে। পরিবারের অভিযোগ কয়েকদিন আগেও তাকে অনুরোধ করে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসে পরিকল্পনামাফিক তাকে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। শান্তিপুর থানায় বিজেপির পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গৃহবধূর পরিবারের লোকজন চাইছেন আইন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।