আসানসোল: আসানসোলে বাবুল সুপ্রিয়র ছেড়ে আসা লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়বেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা৷ বাবার হয়ে আসানসোলে প্রচারে আসছেন বলিউড তারকা তথা শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহা৷ সোমবার সকালে পূর্ত ভবনে ফোন করে নিজে এ কথা জানিয়েছেন শত্রুঘ্ন৷ তিনি জানিয়েছে, দুই-এক দিনের মধ্যেই আসানসোলে চলে আসবেন তিনি৷ সেখানেই আপাতত থাকবেন৷ মনোনয়ন জমা দিয়েই প্রচারে ঝড় তুলবেন প্রাক্তন মন্ত্রী৷ জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় বাবার সঙ্গে থাকবেন সোনাক্ষীও৷ তবে তিনি কতদিন আসানসোলে থাকবেন তা অবশ্য জানা যায়নি৷
আরও পড়ুন- টাকা চুরির অপবাদ দিয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ পরিবারের বিরুদ্ধে
এদিন সকালে ফোন করে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলেন ‘বিহারি বাবু’৷ সেই সময়েই আসানসোলে আসার কথা জানান অভিনেতা-রাজনীতিবিদ৷ সূত্রের খবর, মলয় সিনহা নাকি শত্রুঘ্ন সিনহাকে আশ্বস্ত করে বলেন, ‘‘চিন্তা করবেন না৷ আমরা আসানসোলে কমপক্ষে ২ লক্ষ ভোটে জিতব৷ আপনি শুধু আসানসোলে চলে আসুন৷ আপনাকে নিয়ে প্রচার শুরু করার জন্য উন্মুখ দলের কর্মী-সমর্থকরা৷’’
মলয় ঘটক শত্রুঘ্ন সিনহাকে জানিয়েছেন, আসানসোলে তাঁর থাকার জন্য ভাল জায়গার খোঁজ শুরু করা হয়েছে৷ সেখানে থেকেই তিনি আসানসোল জুড়ে প্রচার চালাবেন। রবিবার থেকেই আসানসোলে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মীরা। চলছে কর্মীদের সভা। চলছে দেওয়াল লিখন৷ শত্রুঘ্ন সিনহা আসানসোলে পৌঁছনোর পরেই তাঁর সঙ্গে কথা বলে প্রচারের দিনক্ষণ ঠিক করবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>