ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে লন্ডভন্ড হবে বাংলা? কী বলছে হাওয়া অফিস?

ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে লন্ডভন্ড হবে বাংলা? কী বলছে হাওয়া অফিস?

f45fb9f26eee8a5f2e667ccb55fc6d48

কলকাতা: ফের অশনি সংকেত! বঙ্গ উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় সিত্রাং৷ তবে কি আরও একবার প্রাকৃতিক তাণ্ডবের সাক্ষী থাকবে বাংলা? সিত্রাং নিয়ে এই মুহূর্তে তুঙ্গে চর্চা ৷ কিন্তু, কী বলছে হাওয়া অফিস? 

আরও পড়ুন- অনুব্রত মণ্ডল রক্ষাকবচ পাবেন? সিদ্ধান্ত হল না আজ

সিত্রাং নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনও তথ্য দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণঝড় নিয়ে এখনও পর্যন্ত তাঁদের হাতে নির্দিষ্ট কোনও তথ্য নেই৷ তবে, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে যে একটি নিম্নচাপটি তৈরি হয়েছে, তা স্পষ্ট৷ ক্রমশ এই নিম্নচাপ ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে৷ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে যদি আছড়ে পড়ে, সেক্ষেত্রে তার নিশ্চিত প্রভাব এ রাজ্যে পড়বে৷ এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পড়বে বাংলাদেশের উপরেও৷ 

অফিস জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আগামী সোমবার ২১ মার্চ এই ঘূর্ণিঝড় উত্তর আন্দামানের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তার পর সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে৷ কিন্তু কয়েকদিন পর আবার তা ঘুরে গিয়ে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের কাছে পৌঁছবে ২৩ তারিখ সকালে৷ সরাসরি রাজ্যের উপর এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে৷ কিন্তু, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা, বা নিম্নচাপে পরিণত হলেও তা কতটা ভয়াবহ হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। এই নিম্নচাপের উপর নজর রেখেছে আবহাওয়াবিদরা আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে এর গতিবিধি৷ 

এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সিত্রাং৷ নামকরণ করেছে থাইল্যান্ড৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটি বঙ্গোপসাগরে প্রবেশের পর ক্রমশ শক্তি বাড়াবে৷ সিত্রাংয়ের দাপটে নাস্তানাবুদ হতে পারে বংলাদেশও৷ 
 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন রাজ্যের তাপমাত্রা উর্ধ্বমুখীই থাকবে৷ বুধবার মহানগরীর আবহাওয়া ছিল শুষ্ক৷ আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস৷ বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ ৮৭ শতাংশ। 

দক্ষিণ বঙ্গের পাশপাশি এই মুহূর্তে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস৷ তবে, নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকে এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে৷ সেই ঘূর্ণাবর্ত থেকে একটি পূবালী অক্ষরেখা আরব সাগর পর্যন্ত বিস্তৃত। তবে, এর কোনও প্রভাব বাংলার উপর পড়বে না। এর জন্য রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস৷ অন্যদিকে, দেশের একাধিক জায়গায় তাপপ্রবাহের পূর্বভাস জারি করা হয়েছে৷ সতর্কতা জারি হয়েছে গোয়া ও সৌরাষ্ট্রে৷