‘তৃণমূলের শেষের দিন শুরু, বাংলায় জারি পুলিশিরাজ’, বিস্ফোরক অর্জুন সিং

‘তৃণমূলের শেষের দিন শুরু, বাংলায় জারি পুলিশিরাজ’, বিস্ফোরক অর্জুন সিং

827cd3f4ea8eb9003aa49693c4a015bf

 

ভাটপাড়া: কে কত টাকার বিনিময়ে চেয়ারম্যান হবে, তা পুলিশ ঠিক করছে৷ বিস্ফোরক দাবি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ শনিবার দলীয় কর্মীদের সঙ্গে হোলি উৎসবে সামিল হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ছয়টি পুরসভায় ১৪৪ ধারা জারি প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ‘‘তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে। বাংলার রাজনীতি পুরোপুরি পুলিশের হাতে চলে গেছে। দিদিমণি বুঝতে পেরেছে পুলিশ ছাড়া আর কোনও উপায় নেই। তাই নিজেদের দলের নেতাদের ওপরেও আর ভরসা রাখতে পারছেন না৷ পুলিশ দিয়ে সবটা নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে৷’’ সাংসদের দাবি, ‘‘এখন পিসির টিম ভারী, না ভাইপোর টিম ভারী। তা নিয়ে লড়াই চলছে।’’

বস্তত, ১০৮টি পুরসভার নির্বাচনকে ঘিরে প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রকাশ্যে এসেছিল শাসকের কোন্দল৷ তৃণমূলের তালিকা বনাম টিম প্রশান্ত কিশোরের তালিকা ঘিরে সেই কোন্দল আরও ভয়াবহ আকার নিয়েছিল৷ ভোট মেটার পর চেয়ারম্যান হওয়া নিয়েও শাসকের সেই অসন্তোষের ছবি সামনে এসেছে৷ অর্জুনের কথায়, ‘‘পুলিশ দিয়ে ভোট লুঠ হয়েছে৷ মানুষকে জোর করে ভোট দিতে দেওয়া হয়নি৷ তারই নিটফল ওরা এখন মানুষের আস্থা হারিয়ে পুলিশকেই ভরসা করছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *