ব্রেকিং: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার চিনের তৈরি ড্রোন, তীব্র চাঞ্চল্য পেট্রাপোলে

ব্রেকিং: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার চিনের তৈরি ড্রোন, তীব্র চাঞ্চল্য পেট্রাপোলে

43c880eec6098affe37ed771c550b541

কলকাতা:  ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার চিনের তৈরি ড্রোন৷ তীব্র চাঞ্চল্য পেট্রাপোলে৷ এই ড্রোনটি উদ্ধার করেছে পেট্রাপোল থানার পুলিশ৷ ড্রোনটি ৫০০ গ্রাম ওজনের বস্তু বহনে সক্ষম বলে পুলিশ সূত্রে খবর৷  

আরও পড়ুন- ‘অশনি’ সঙ্কেত! কতটা প্রভাব পড়বে বাংলায়? জানাল হাওয়া অফিস

পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তের ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত কালিয়ানি এলাকায় আজ সকালে চাষের জমিতে ড্রোনটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় পেট্রাপোল থানার পুলিশকে৷ পুলিশ এসে ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে যায়৷ পুলিশ সূত্রে খবর, এই ড্রোনটি ৫০০ গ্রাম ওজনের বস্তু বহনে সক্ষম৷ এদিকে পেট্রাপোল সীমান্তে ড্রোন উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ তদন্তে নেমে ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় বেশকিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ সকালে তাঁরা কোনও ড্রোন উড়তে দেখেছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে৷

এই ড্রোনটি কোথা থেকে এল, কী কারণে এটি ব্যবহার করা হচ্ছিল এবং কারা ড্রোনটি উড়িয়েছিল? সেই সকল প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ৷ এই ড্রোনের সাহায্যে কিছু পাচার করা হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বনগাঁ পুলিশ৷ ওই এলাকায় নজরদারির যাতে কোনও খামতি না থাকে, সেই দিকে নজর দেওয়া হচ্ছে৷ কথা বলা হচ্ছে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও৷ এর আগে পেট্রাপোল সীমান্তে এমন ঘটনা ঘটেনি৷  স্বভাবতই আতঙ্কে রয়েছে স্থানীয় মানুষ৷