কলকাতা: স্কুলের পোশাক নিয়ে বিতর্ক। স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাটি করেন সৌমেন হালদার নামে জনৈক এক ব্যক্তি। স্কুলের নিজস্ব ব্যাচ বা লোগোর বদলে কেন বিশ্ব বাংলা লোগো? এ প্রশ্ন তুলে মামলা করা হয়। মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় জানান, নীল-সাদা পোশাক নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। বিশ্ব বাংলা লোগো নিয়ে আপত্তি রয়েছে।
আরও পড়ুন- কয়লা-কাণ্ডে ইডির তলব, হাজিরা দিতে এক দিন আগেই দিল্লি যাচ্ছেন অভিষেক-রুজিরা
রাজ্য সরকারের যে বিশ্ব বাংলা লোগো, তা রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল ক্ষেত্রকে তুলে ধরার জন্য প্রচারমূলক হিসেবে ব্যবহার করা হয়। স্কুলের জামায় লোগো কেন ব্যবহার করা হবে? এই প্রশ্ন তুলেই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আসলে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন স্কুল পড়ুয়াদের পোশাক এবার সরকার তৈরি করবে। সেই প্রেক্ষিতে রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়।
ঠিক কী নির্দেশ দেওয়া হয়? জানান হয়েছে, স্কুলের পোশাক, ব্যাগ, জুতো সব কিছুতে থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সরবরাহ করা হবে সেগুলি। বাকি কিছু নিয়ে বিতর্ক না হলেও, এই ‘বিশ্ব বাংলা’ লোগো ব্যবহার করা নিয়েই আপত্তি তোলা হয়েছে। গতকাল নির্দেশিকা আসার পর অনেকেই মনে করছিলেন যে, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের পোশাকের বুকের কাছে স্কুলের নাম এবং লোগো থাকে। এখন সেটা উঠে গিয়ে যদি শুধু ‘বিশ্ব বাংলা’ লোগো থাকে তাহলে কে কোন স্কুলের পড়ুয়া তাতো বুঝতে অসুবিধা হবেই, অন্যদিকে স্কুল গুলির ইতিহাসের একাংশ নষ্ট হবে বলেও আশঙ্কা। কারণ স্কুলের লোগো স্কুল গুলির পরিচয়। যদিও সরকারি তরফে অন্য যুক্তি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- ফের শুশুনিয়া পাহাড়ে আগুন, শুকনো পাতায় বাড়ছে বিপদ
আগে জানান হয়েছে, স্কুলের ছাত্রদের পোশাক সাদা প্যান্ট এবং নীল জামা। আর ছাত্রীদের সাদা শার্ট এবং নীল টিউনিক ফ্রক। বড়দের জন্য তৈরি হবে নীল-সাদা সালোয়ার কামিজও। সরকারের তরফে বলা হচ্ছে, আলাদা আলাদা করে কোন স্কুলের জন্য পোশাক তৈরি সম্ভব নয়। তাই গোটা রাজ্যের স্কুল গুলির জন্যই একই ধাঁচে পোশাক তৈরি হচ্ছে। তবে ‘বিশ্ব বাংলা’ লোগো নিয়ে আপত্তির শেষ নেই। আসলে এই ইস্যু নিয়ে রাজনৈতিক তরজা আছে। বহু বিতর্ক রয়েছে। বিরোধী দল সরাসরি দুর্নীতি তুলে ধরে আক্রমণ করেছে রাজ্য সরকারকে। ‘বিশ্ব বাংলা ‘ ইস্যুতে টানা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। তাই এই লোগোর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্র-ছাত্রীদের জড়িয়ে যাওয়া মানতে পারছে না অনেকে।