কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশ সংগঠনের কনভেনর বিজেশ্বর রাউত বিতর্কিত মন্তব্য করেছিলেন নিজের বক্তব্য রাখতে গিয়ে। তাঁর বিরুদ্ধে এবার নালিশ হল বিধানসভায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ মঞ্চের একটি অনুষ্ঠানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার শান্তনা সিনহা বিশ্বাস এবং বিজেশ্বর রাউতের বিরুদ্ধে নালিশ জানাল জানান।
আরও পড়ুন- আবেদনের ভিত্তিতে পৌঁছে যাবে টিকা, স্পষ্ট করলেন ফিরহাদ
রবিবার বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির দ্বিতীয় সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাউত বলেছিলেন, আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে দিল্লির লাল কেল্লায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশের দায়িত্ব নিয়ে দেশকে পথ দেখাবেন সেদিন বাঁকুড়া পুলিশ লাইনে সমস্ত পুলিশ কর্মী, সিভিক ভল্যান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড ও তাদের পরিবারের লোকেদের নিয়ে বড় সভা করা হবে। পাশাপাশি নাম করেই বিধানসভার বিরোধী দলনেতা, বিজেপির শুভেন্দু অধিকারিকে এক হাত নেন। তিনি বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে। কয়েক দিন আগে বিজেপির শুভেন্দু অধিকারী সিভিক ভল্যান্টিয়ারদের মনোবল ভাঙার জন্য, সমাজের চোখে ছোট করার জন্য বিভিন্নভাবে ‘উস্কানি’ দিচ্ছিলেন।”
অন্যদিকে, শান্তনু সিনহা বিশ্বাস নাম না করে শুভেন্দু অধিকারীকে কন্টাইতে গিয়ে কড়া জবাব দেওয়ার কথা ঘোষণা করেন। ভোটে হেরে গিয়ে কেউ কেউ ‘পাগল’ হয়ে গেছে। আর সে কামড়ালে জলাতঙ্ক হবে। যা কোন ওষুধে সারবে না বলে তিনি জানান। একই সঙ্গে পুলিশ কর্মীদের ‘মা’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবাইকে থাকার আবেদন জানান তিনি।