‘বিধানসভায় যে ভুল বিজেপি করেছিল, তৃণমূল সেই ভুলটা করল’

‘বিধানসভায় যে ভুল বিজেপি করেছিল, তৃণমূল সেই ভুলটা করল’

 

নদিয়া: দলবদলুদের প্রার্থী করার খেসারত এবারের উপ নি র্বাচনে দিতে হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার৷ তাঁর কটাক্ষ, ‘‘যখন চলে যাবার সময় আসে তখন ইচ্ছা করে ভুল করে।’’

ঘটনার সূত্রপাত, আগামী ১২ এপ্রিল রাজ্যের বালিগঞ্জ ও আসানসোল উপ নির্বাচনকে কেন্দ্র করে৷ বালিগঞ্জ বিধানসভা থেকে বাবুল সুপ্রিয় এবং আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল৷ বস্তুত, দু’জনেই আগে বিজেপিতে ছিলেন৷ কটাক্ষের সুরে বিজেপি সাংসদ বলেন, ‘‘মমতা দিদির বিহারীবাবু আপন হয়ে গেল। আমরা বিধানসভায় যে ভুলটা করেছিলাম মমতা ব্যানার্জি সেই ভুলটা করলেন!’’

খানিক থেমে নিজেই খোলসা করেছেন নিজের রসিকতা৷ বলেছেন, ‘‘শত্রুঘ্ন সিনহা বিহারীবাবু এবং বাবুল সুপ্রিয় দিল্লি থাকেন। যদিও তিনি বাঙালি তবে তিনি ওই সিটে ক্যান্ডিডেট নয়। বালিগঞ্জে সিক্সটি পার্সেন্ট সংখ্যালঘু মানুষের বসবাস। সেই কারণে তৃণমূল সেখানে হারবে৷ তার কারণ আসানসোলে বাবুল সুপ্রিয় দাঙ্গা করেছিলেন।’’ একই সঙ্গে টেনে এনেছেন কয়লা পাচারের প্রসঙ্গও৷ বলেছেন, ‘‘আমরা শুনেছিলাম মমতা ব্যানার্জি হঠাৎ বললেন, আসানসোলে কয়লা পাচারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জড়িত রয়েছে। যদিও তিনি নাম বলেননি। তারপরে দেখলাম বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ভয়ে, নাকি মমতা ব্যানার্জির কথা ভাল লেগেছিল আমরা বুঝতে পারলাম না। তবে এই দুই কেন্দ্রে তৃণমূল হারবে এটা নিশ্চিত করেই বলে রাখছি৷’’ শাসক শিবিরের অবশ্য পাল্টা প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =