কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজ কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে হল ০.৩৬ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ।
আরও পড়ুন- ফের শুশুনিয়া পাহাড়ে আগুন, শুকনো পাতায় বাড়ছে বিপদ
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ০৩৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ০৯৭ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪২৯ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লক্ষ ৫৯ হাজার ৮২৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ করা হচ্ছে। জেলায় জেলায় এখনও পর্যন্ত অনেকেই টিকা পেয়েছেন। ১২-১৪ বছর বয়সীরা অনলাইনে টিকা অ্যাপয়েনমেন্ট বুক করতে পারেন। টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কর্বেভ্যাক্স একমাত্র সরকারি করোনো টিকাকরণ কেন্দ্র থেকেই দেওয়া হবে। আলাদা কর্বেভ্যাক্স টিকাকরণ কেন্দ্র স্থাপন করা হবে। এই টিকা দুটি ডোজের ব্যবধান হবে ২৮ দিন। সেই নিয়মেই রাজ্য টিকা দিচ্ছে। এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।