৪২ দিন পর মনে পড়ল? আনিসের বাড়ি ববিকে ঢুকতেই দিল না গ্রামবাসী

৪২ দিন পর মনে পড়ল? আনিসের বাড়ি ববিকে ঢুকতেই দিল না গ্রামবাসী

আমতা: ছাত্র নেতা আনিস খানের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেখানে তিনি ঢুকতে পারলেন না। গ্রামবাসীরা তাঁকে বাধা দেয়, গাড়ি ঘিরে বিক্ষোভ পর্যন্ত দেখায়। অবশেষে সেখান থেকে ফিরে চলে আসছেন মন্ত্রী ববি হাকিম। এদিন তিনি যখন সেখানে গিয়েছিলেন তখন তাঁর গাড়ি ঘিরে রেখে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। সেই বিক্ষোভের মুখে পড়েই ফিরে আসতে বাধ্য হন ফিরহাদ।

আরও পড়ুন- ‘এখন মরছে তৃণমূল, মারছে তৃণমূল’, বগটুই-কাণ্ডে তীব্র আক্রমণ শমীকের

আনিস খান খুন হয়েছেন প্রায় ৪০ দিন হয়ে গিয়েছেন। এতদিন সরকারের পক্ষ থেকে কেন কেউ আসেনি সেই প্রশ্ন আজ তোলেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, ৪০-৪২ দিন পর সব মনে পড়েছে? এতদিন পর চেতনা ফিরেছে? তাদের আরও প্রশ্ন যে, তারা তো তাঁকে এখানে ডাকেননি, তাহলে তিনি কেন আসবেন। যদিও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন সম্পূর্ণ অন্য কথা। তিনি দাবি করেছেন যে, বহিরাগতদের নিয়ে এই বিক্ষোভ দেখানো হয়েছে। পুরো বিষয়টি পরিকল্পিত, যাতে তিনি সেখানে যেতে না পারেন। তবে গ্রামবাসীদের দাবি, আনিসের ঘটনার সিবিআই তদন্ত হোক। সিআইডি অন্য কেসে কী করছে সবাই দেখছে।

গ্রামবাসীরা আরও বলছে, খালি দুজনকে গ্রেফতার করে সবকিছু শেষ হয়ে যায় না। মাথাগুলোকে খুঁজে বের করতে হবে। কিন্তু সেই হিসেবে কিছুই করা হচ্ছে না। আজ তাদের এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেখানে ববি হাকিমকে ডাকাই হয়নি। তাহলে তিনি কেন এসেছেন তা তারা জানেন না। তাদের অভিযোগ, আনিসের ঘটনায় যে প্রশাসন জড়িত তা প্রমাণ হয়ে গিয়েছে। তাই সিআইডির ওপর তাদের ভরসা নেই। আনিসের বাবাও সিবিআই তদন্ত চাইছেন বলে জানান হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − three =